03-01-2023, 03:20 PM
(03-01-2023, 01:27 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: তেমন লেখা পাইলে অতি বাস্তববাদী মানুষও আবেগী হইয়া সময়ে সময়ে অবাক বেবাগী হইয়া যায়। এই লেখনী তাহারই নমুনা যাহা পাঠ করিয়া দুই মুহূর্ত থামিতে হয়, সকল কিছু বুঝিয়া লইতে হয়, টাকার অঙ্কে হিসাব নিকাশ করিলে জীবনের লাভ ক্ষতিতে লোকসানের পাল্লা ভারী হয়। সকলে দ্বিতীয় সুযোগ পায় না কিন্তু যদি পাইত সেই আশাও জিয়াইয়া রাখে এই দূরত্ব আর সেইখানেই এই লেখনীর সার্থকতা, ইহা লেখকের কলম হইতে জন্মিয়া পাঠকের মননে ধাক্কা মারিয়াছে তাহার ঘায়ে মহাবীর্য্য কাঁপিয়াছে।
♥️♥️♥️