03-01-2023, 12:34 AM
(02-01-2023, 09:23 PM)ddey333 Wrote: পিনুরাম , বোরসেস , দাদা অফ ইন্ডিয়া , তুমি যে আমার .... ইহাদের সকলের সহিত আমার নিয়মিত বাক্যালাপ হইয়া থাকে গত বহু কিছু বছর ধরিয়া।
দলবদ্ধ ভাবে বসিয়া মদিরা সেবন ও করিয়াছি বেশ কয়েকবার , উহারা প্রত্যেকেই ভগবান প্রদত্ত লেখনীর অধিকারী কোনো সন্দেহ নাই কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের মতোই অতি সাধারণ মানুষ মাত্র। :)
বলো কী ভায়া,
"যাঁহাদের নামে পার হয় ভব পারাবার
তাঁহাদের সহিত তোমার চলে নিত্য কারবার!!"
তাহা তো হইবেই উঁহারা মাটির মানুষ, সেইজন্যেই তো অমন মাটির কাছাকাছি লেখেন পড়িয়া মনে হয় আপন জীবনেরই একটা অধ্যায় যাহা বাঁচা হয় নাই তাহাই পড়িয়া যেন সেই হারাইয়া যাওয়া অধ্যায় ফের বাঁচিতেছি। আবহমানের ফেলিয়া আসা সুর মনকেমনের দেশে লইয়া যায়, ফিরিয়া আসিলে কেবল কষ্ট হয়। ভায়া, ঐখানেই উঁহাদের শ্রেষ্ঠত্ব, ঐখানেই তাঁহারা মাটি হইতে মননে আসন স্থাপন করেন। আর তখনই লেখনী সত্ত্বা লৌকিক হইতে অলৌকিক হয়।


![[Image: 20230923-133529.png]](https://i.ibb.co/7GCXz9x/20230923-133529.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)