03-01-2023, 12:13 AM
(This post was last modified: 03-01-2023, 07:30 PM by peepoyee12345. Edited 3 times in total. Edited 3 times in total.)
প্রথম অধ্যায়
আমার বাবা অরুন চ্যাটার্জী একজন সফল ব্যক্তি,, তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি পদে আছেন,, আমাদের বাড়ি গড়িয়া,, আমার মা বিদিশা চ্যাটার্জী একজন গৃহবধূ। বাবা আর মায়ের প্রেমঘটিত বিবাহ,, তাঁদের দীর্ঘ ৭ বছরের প্রেম বিবাহের মাধ্যমে পূর্ণতা পেয়েছিলো,, বাবা সম্পূর্ণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মা ছিলেন বড়োলোকের একমাত্র আদুরে কন্যা,, আমার মায়ের কোনোকিছুর অভাব না থাকলেও তিনি বড্ডো একা ছিলেন। কারণ তাঁর মা ছোটবেলাতেই মারা যান এবং তাঁর বাবা ব্যবসা নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকতেন,, তাই তিনি নিজের মধ্যেই একটা ছোট্ট জগৎ বানিয়ে নিয়েছিলেন। তাঁর এই একাকিত্বের অন্ধকারে আলো নিয়ে এসেছিলেন আমার বাবা,, মা বাবাকে পেয়ে তাঁর সব যন্ত্রনা ভুলে গিয়েছিলেন,, তিনি নিজের খোলোসটাকে যেনো ভেঙেচুরে বেরিয়ে এলেন,, তারপর তাঁদের বর্ণময় প্রেমের সূত্রপাত হলো। বাবা মাকে অত্যন্ত ভালোবাসতেন,, বাবা মায়ের কোনও কষ্ট সহ্য করতে পারতেন না আর এদিকে মাকে পাওয়ার জন্য নিজেকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার নিরলস পরিশ্রম করতেন। মা তাঁর গরিব প্রেমিকের ভালো জীবনের জন্য মন্দিরে গিয়ে পুজো দিতেন,, একাদশী করতেন আর প্রচুর রান্না শিখেছিলেন। বাবাকে তিনি নিজে হাতে আদর করে খাইয়ে দিতেন,, দিতেন বলছি কেন এখনো দেন। বাবা যেবার নিজের উপার্জিত অর্থে প্রথম মাকে একটি শাড়ি কিনে দিয়েছিলেন সেইদিন মায়ের খুশির কোনও সীমা ছিলো না,,তিনি যেনো সেইদিন স্বর্গে বিচরণ করেছিলেন।মা সেই শাড়ি আজও অত্যন্ত যত্নে আলমারিতে রেখে দিয়েছেন।দাদু প্রথমে তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে অসন্তুষ্ট হলেও পরে মেনে নিয়েছিলেন। কারণ বাবা অত্যন্ত চরিত্রবান এবং সৎ ছিলেন,, আর তাঁর চরিত্রের এই দিকটা দাদুকে মুগ্ধ করেছিলো।
এতো গেলো আগের কথা। বাবা নিজের পরিশ্রমের জন্য একজন সফল মানুষ,, দাদু দুই বছর হলো গত হয়েছেন। বাবা আর মায়ের মধ্যে সম্পর্ক এখনো আগের মতোই আছে,, যেনো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী। বাবা কাজ থেকে ফিরলে সারাদিনের জমানো কথা মায়ের তাঁকে বলা চাইই। আর বাবাও মন দিয়ে ধৈর্য সহকারে তাঁর সব কথা শোনেন। এইভাবেই আমাদের দিন চলছিলো কিন্তু বাধ সেধেছিলো একটি ঘটনা।
আমি তখন নাইনে পড়ি। আমরা সেইবার ট্যুরে ইতালি গিয়েছিলাম। সেখানে বাবার একটি বিসনেস গেট টুগেদার পার্টি ছিলো এবং বাবা আমাকে ও মাকে ওই পার্টিতে নিয়ে গিয়েছিলেন। ওই পার্টিতে একজন আফ্রিকান . বিলিয়নিয়ার নিগ্রো ছিলো। আমি জীবনে প্রথম সামনাসামনি এমন কদাকার মানুষ দেখেছিলাম। বাবা নেশাভাঙ করেন না এবং মায়ের ভয়ে ঐসব ছুঁয়েও দেখেন না। তাই পার্টি বাবার কাছে অতটা চিত্তাকর্ষক হতে পারেনি। বাবা বিসনেস নিয়ে ২ জন লোকের সাথে একটি কোনায় কথা বলছিলেন এবং মা বাকি মহিলা অতিথির সাথে আলাপ করছিলেন। ওখানে অনেকে মায়ের রূপের প্রশংসা করছিলেন। মা এতো প্রশংসা শুনে লজ্জায় অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছিলেন। হটাৎ আমার চোখ গেলো ওই কালো . লোকটার দিকে। লোকটার হাতে মদের গ্লাস,, সে কুরেকুরে আমার সতী মহিয়সী মাকে দেখছিলো। মা পার্টিতে একটি নেভি ব্লু শাড়ি আর ম্যাচিং করা স্লীভলেস ব্লাউস পড়েছিলেন।মায়ের উন্নত ভরাট শরীর সে পুরো গিলে খাচ্ছিল,, যেনো সে মাকে চোখ দিয়ে ;., করছে।মা একবার নিজের চুল ঠিক করার জন্য হাত উপরে করেছিলেন,, মায়ের কামানো মসৃন বগল দেখে লোকটা জীব দিয়ে ঠোঁট চাটলো। আস্তে আস্তে ড্রিংক শেষ করে লোকটা বাবার দিকে এগিয়ে গেলো,, তারপর তাদের মধ্যে কিসব কথাবার্তা হলো,, বাবা দেখলাম অত্যন্ত হাসি মজা করছেন লোকটার সাথে। এরপর বাবা লোকটার সাথে মায়ের দিকে এগিয়ে এলেন।
“মিস্টার বনগানি,, ইনি আমার ওয়াইফ বিদিশা,, বিদিশা ইনি বনগানি,,আফ্রিকার অন্যতম বড়ো হীরের খনির মালিক।”
বনগাঁনি একটি হাত বাড়িয়ে দিলো,, মাও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। বনগাঁনি তখন বললো “কাল আপনাদের আমার আব্রুজ্জির ম্যানশনে নিমন্ত্রণ রইলো। আমার গাড়ি কাল সন্ধ্যেয় আপনাদের নিতে আসবে।”
মা ও বাবা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজি হলেন,, লোকটা এরপর আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দ্রুত হলঘর ছেড়ে বের হয়ে গেলো।