02-01-2023, 09:42 PM
(02-01-2023, 09:07 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: জানো ভায়া, নিউ ইয়ারের দিবসে এক আড্ডায় বড় দুঃখের সহিত কহিয়াছিলাম, আমার আফসোস আমি কোনদিন পিনুরাম, বোর্সস, দাদা অব্ ইণ্ডিয়া ইঁহাদের নিজের পাঠক হিসাবে পাইবার সৌভাগ্য অর্জ্জন করিলাম না। আমার ন্যয় তুচ্ছ লেখনী প্রতিভার ব্যক্তির জন্য উহা ছেঁড়া কাঁথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখার মতই ব্যাপার!
দূরত্ব পড়িয়া আদতে কী বুঝিলাম জানো ভায়া, বুঝিলাম যে, যতখানি মহান লেখনী গুণসম্পন্ন হইলে ইঁহাদের নিজ পাঠক হিসাবে পাইবার আশা করা যায় ততখানি বাস্তবিক আমার যে নাই তাহাই কেবল নহে, শতজন্ম লহিলেও ওই ক্ষমতা পাইব না উহাও বুঝিলাম। ফের একবার তুমি আমার চক্ষে আঙ্গুল দিয়া দেখাইলে একটা অনবদ্য লেখনী আদতে কীরূপ হইয়া থাকে! আমার বন্ধু বাবান নহে, আমি সেই অলঙ্ঘ্য বিন্ধ্য পর্ব্বত সদৃশ সাহিত্য সূর্য্য বাবানের কথা বলিতেছি। মহানরাই কেবল মহানদের সাহচর্য পাইয়া থাকে তাই তোমার লেখনীতে তারকাদের ভীড় খুবই স্বাভাবিক।
এই কাহিনী লইয়া কী বলিব বলো তো ভায়া! শুধু, এইটুকু বলিতে পারি গল্পের শেষে আসিয়া কোথায় যেন বড্ড ব্যাথা বোধ হইতেছে, একটা চাপা কষ্ট, আঁখিকোণে দুই বিন্দু জল তবু সকল যাতনা যেন এক মিঠে আনন্দের বাতাসে ভাসিয়া যাইতেছে। বহুদিন পর এমন এক কাহিনী পড়িলাম যাহা শেষ হইবার পর ওষ্ঠাধরে গোল্ডফ্লেক্ ধরিতে হইল। শীতের হিমেল বাতাস অগ্রাহ্য করিয়া গায়ে শালখানি জড়াইয়া ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়া সুদূর পানে চাহিয়া রহিলাম, মিঠে কড়া তামাকের ধোঁয়া ভিতরের উষ্ণ আবেগকে শীতল করিল যখন তখন বোধকরি মনে হইল দূরত্ব তাহা হইলে এইভাবেও মেটে! ধন্য এই ফোরাম তোমাকে লেখক হিসাবে পাইয়া, ধন্য এই মহাবীর্য্য তোমার পাঠক হইয়া!
ভায়া লেখার সময়ও হয়তো এতো আবেগী হয়ে যাইনি, যতটা তোমার এই কমেন্ট করে দিলো। আমার লেখা আমার এই চেষ্টা তোমাদের আনন্দ দিক বা অন্য কিছু এই মতামত গুলো যেন অন্য রকম সুখ দেয়।
আমি কোনোদিন ভাবিনি যাদের লেখা পড়তাম এক সময়, একদিন তারাই আমার পাঠক হয়ে উঠবে। হয়তো এটাই সবচেয়ে বড়ো জাদু ❤❤
(02-01-2023, 09:23 PM)ddey333 Wrote: পিনুরাম , বোরসেস , দাদা অফ ইন্ডিয়া , তুমি যে আমার .... ইহাদের সকলের সহিত আমার নিয়মিত বাক্যালাপ হইয়া থাকে গত বহু কিছু বছর ধরিয়া।
দলবদ্ধ ভাবে বসিয়া মদিরা সেবন ও করিয়াছি বেশ কয়েকবার , উহারা প্রত্যেকেই ভগবান প্রদত্ত লেখনীর অধিকারী কোনো সন্দেহ নাই কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের মতোই অতি সাধারণ মানুষ মাত্র।
এটাই তো সবচেয়ে বড়ো জাদু পৃথিবীর। এতো কিছু নিজের মধ্যে লুকিয়েও মানুষ রূপে জগতে এসে হেসে কেঁদে আড্ডা দিয়ে জীবন পার করে সবাই। নিজের সেই অন্য রূপটা প্রকাশ পায় শুধুই একাকিত্বে আর সম্পূর্ণ নিজের কাছে। পরে বিলিয়ে দেয় সকলের মাঝে ❤