02-01-2023, 12:29 PM
(01-01-2023, 10:35 PM)Papai Wrote: Just osadharon baban dada!! Happy New Year
অনেক ধন্যবাদ আপনাকে।
আর হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু ❤
(02-01-2023, 02:36 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: অসাধারণ একটি গল্প। না আসলে এটি শুধু গল্প নয় এটি অনেকের জীবনের কিছু ভালো, কিছু মন্দ, কিছু ভূলের, কিছু প্রাপ্তির কথা। দুজনেই দুজনের যায়গায় ঠিক কিন্তু সময়টা ঠিক ছিলনা।
এই গল্পটা অনেক বার পড়েছি। বেঁচে থাকলে আরো পড়া হবে। আপনার লেখা প্রায় সব গল্পই পড়েছি।
কিন্তু কোন সময় কমেন্ট করতে পারিনি। কারন আউট সাইডার পাঠক ছিলাম। এ সাইডে প্রায় দেড় বছর ধরে এন্ট্রি নিতে চাচ্ছিলাম কিন্তু হয়ে উঠেনি।কিছু না কিছু সমস্যা থেকেই যেত। ফাইনালি আমার এন্ট্রির মাত্র ৩/৪ দিন হলো।নিয়ম কানুন ঠিক মত জানিনা কারন ইংরেজি আমি অনেক দূর্বল।
আপনার বড় গল্প গুলো পড়তে আমার ভয় লাগে কারন আমার কাছে সেগুলো কাকোল্ড টাইপ মনে হয়। ( মনে কিছু নিবেন না)
কাকোল্ড চটি পড়লে আমার চোখে মুখে রাগ থাকে প্রায় আধা ঘন্টার মত এর পরেও পড়েছি। আমার পছন্দের সেরা গল্প হলো ইনসেস্ট টাইপ। আমি চটি পড়ি ১৯৯৩ সাল থেকে।ঐ সময়ের সেরা লেখক "রসময় গুপ্ত" এর নামে
ঢাকাতে ছাপানো প্রায় সব গল্পই পড়েছি।
প্রথমত অনেক ধন্যবাদ। আমার থ্রেডেই বোধহয় আপনার প্রথম কমেন্ট। জেনে ভালো লাগলো যে আমার গল্পটি আপনার ভালো লেগেছে।
নানা কিছু মনে করিনি। তবে আমি কিন্তু সরাসরি ওই গল্প গুলোকে কাকোল্ড বলবোনা। কারণ কোথাও যেন অজান্তে এমন পরিস্থির সক্ষ্মী হয়ে তাতে মিশে যাওয়ার গল্প সেগুলি। যদিও সবকটা নয়। আমার বড়ো গল্পের মধ্যে নষ্ট সুখ গল্পটি একেবারে ভিন্ন। সেটি পড়ে দেখতে পারেন। এছাড়া আমার ছোট এক /দুই পর্বের উত্তেজক গল্প গুলির বিষয়ও ভিন্ন। আমি জানিনা ওগুলো সব আপনার পড়া হয়েছে কিনা। বিসর্জন পারলে পড়ে দেখবেন।আসলে প্রত্যেকের নিজস্ব ভালোলাগার বিষয় থাকে। সে সেই ধরণের /বিভাগের গল্প পছন্দ করে। এতে মনে করার কিছুই নেই।
আর নন - ইরোটিকও বেশ কয়েকটা লিখেছি। আসলে এই উত্তেজক গল্পের মাঝে সামান্য কিছু মনের কথা বলার চেষ্টা। আপনি / আপনারা পড়তে থাকুন। আর মতামত দিতে থাকুন। খুব ভালো লাগলো আপনার মতামত পেয়ে। শুধুই পড়ে চলে যাননি, একটি ফিডব্যাক দিয়েছেন তার জন্য আবারো ধন্যবাদ