31-12-2022, 08:16 PM
(31-12-2022, 01:35 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: টানটান উত্তেজনা ছিল সমস্তটা জুড়ে তবে সমাপ্তির কাছে এসে থমকে গেলাম। বহু প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু সম্ভবতঃ ওটাই সবচেয়ে ভালো। নিজের নিজের মতো উত্তর খুঁজে নেওয়া যায়। ভয়ের গল্পে যে সমস্ত উপাদান থাকলে ভয়টা দারুণ জমে সেগুলো সবটাই ছিল।
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য ♥️♥️
হ্যা, এটাই ভালো লাগে আমার। একেবারে সব উত্তর না দিয়ে কিছু প্রশ্নের উত্তর পাঠকের হাতে ছেড়ে দেওয়া। তারা তাদের মতন ভেবেনিক। আর যতটা সম্ভব বাস্তবিক ভাবে দৃশ্য ফুটিয়ে তোলা, তাতে ভয়টা বেশ জমে।
