31-12-2022, 02:53 PM
(31-12-2022, 01:16 AM)EklaNitai Wrote: (ক) ঘটা করে ভাত কাপড়ের দায়িত্বের কথা পুরুষ ঘোষনা করে। কিন্তু পরিতাপের ব্যাপার হল মহিলাদের যে পুরুষদের মস্তিষ্ক, মন আর শরীরের সব ভার লাঘবের দায়িত্ব নিতে হয় সম্পর্কের মধ্যে থেকে এমনকি সম্পর্কের বাইরে থেকেও সে কথা ঘটা করে ঘোষনার কোন ব্যাবস্থা নেই।
(খ) খুব সুন্দর লেখা নিঃসন্দেহে। এগিয়ে চলুক। লেখনি যেন নৃত্যরত হাতের মুদ্রা। ধন্যবাদ ও শুভেচ্ছা।
জনাবজী , আপনার মন্তব্যের , আপাতদৃষ্টিতে , দু'টি ভাগ/অংশ । চিহ্নিত করলাম ক এবং খ দিয়ে । ''ক'' বিষয়ে সায়রার অতি অকিঞ্চিৎকর বোধবুদ্ধিতে মনে হয় - মেয়েরা তো এখনও ( ব্যতিক্রম ছাড়া ) কমোডিটি । ''কলগার্ল''দের ঠিকানা-হদিশ সুলভ । ''কলবয়''রা দুর্লভ । - বাদ দিন । এ দেশে মেয়েরা এখনও পুরুষের পরুষ-উচ্চারণে - 'মেয়েছেলে' ! -...
''খ'' = ''ধন্যবাদ ও শুভেচ্ছা'' ছাড়া বাকিটুকু যদি 'অতিশয়োক্তি' অলঙ্কার-ও হয় - তবু , প্রাণিত করছে । . . . এবং - লজ্জিত-ও । - সালাম জী ।