31-12-2022, 02:34 PM
(This post was last modified: 31-12-2022, 02:35 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
অনুপম গাড়ী চালাছে, পাশে হরিণ নয়না বসে । অনুপম ভাবছে, “মা প্ল্যানটা ভালই বানিয়েছে । তার সাথে মেয়েটাকে ভিড়িয়ে দিল । নিশ্চয়ই আগে থেকে সব ঠিক করা ছিল । কাজগুলো আর শেষ হবে না । এখন কতটা সময় নষ্ট হবে কে জানে । আগে থেকে যদি একটু আঁচ পাওয়া যেত তাহলে একটা বাহানা বানানো যেত । কিন্তু একেবারে লীনার সামনে বলে বসল । আজকাল যে কি একটা হয়েছে, লীনার মুখের দিকে তাকালে নিজের জোরটা হারিয়ে যায় । আর আজকে তো ওর অভিমানী মুখটা দেখে বুকটা যেন কেমন করে উঠল । মেয়েটা কি আমাকে আমাকে হারিয়ে দেবে নাকি ? আমাকে নিজের মায়াজালে জড়িয়ে ফেলবে ? আমাকে এর থেকে দূরে থাকতেই হবে ।”
লীনা আর চোখে মাঝে মাঝে দেখছে আর ভাবছে, “এরকমও মানুষ হয় ? পাশে সুন্দরী রমণী বসে আছে, কোন হুঁশই নেই । নিজের ভাবেই আছে । একটু খানি কথা বলতে কি হয় ? আমি কি বাঘ না ভাল্লুক যে কাছে এলে খেয়ে ফেলব ? আমি তো চাই কাছে আসতে । কিন্তু ওরকম গম্ভীর মুখ করে থাকলে কি করে কথা বলি । লোকটা একটা পাষণ্ড । নাকি খুব ভদ্র যে সুন্দরী দেখলেই নোলা দিয়ে জল পরে না । মনে হয় দ্বিতীয়টাই হবে । কারণ অফিসে তো কতগুলি সুন্দরী আছে । কারো দিকেই তো তাকায় না । ওর আহ্বানে তো যে কেউ সাড়া দেবে । না মানুষটা সত্যই ভালো । কিন্তু যদি একটু রসকষ থাকত তাহলে আরো ভালো হ’ত ।”
লীনা হঠাৎ খেয়াল করল গাড়ীটা পাহাড়গঞ্জে ঢুকছে । সে একটু অবাক হ’ল । এখানে কেন ? পাহাড়গঞ্জে কি আছে ? একটুপড়ে দেখল গাড়ী ঢুকছে রামকৃষ্ণ মিশনে । লীনা মনে মনে, “হে ভগবান, একি বেরসিক মানুষ ? সুন্দরী সঙ্গিনীকে নিয়ে এসব জায়গায় কেউ আসে ? মানুষটা সুস্থ মস্তিকে আছে তো ?”
গাড়ী থেকে নেমে লীনাকে নিয়ে অনুপম গেল মন্দিরের নীচে Exhibition দেখাতে । ভেতরে ঢুকে লীনার হতাশ ভাবটা একটু কাটল । কি সুন্দর করে সাজানো । অনুপম তাকে এক এক করে সব দেখাতে থাকল আর ব্যাখ্যা করতে থাকল । স্বামীজির জীবনের নানা ঘটনাগুলি তুলে ধরা আছে । লীনার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকল । সে দু-একটা প্রশ্নও করল । সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু কিছু শুনেছিল বা পড়েছিল কিন্তু এত কিছু জানত না । আর এত সুন্দর করে কেউ কক্ষনও বলেনি । শেষে যখন স্বামীজির ওপর 3D ফিল্মটা দেখল, সে মুগ্ধ হয়ে গেল । আবার যখন জানল যে এখানকারই দুজন সাধু মহারাজ এটা বানিয়েছেন, সে তো অবাক । এতদিন সাধু মানে, সবার মতোই, তারও একটা ধারণা ছিল, কিন্তু আজকে নতুন তথ্য পেল ।
এরপর অনুপম লীনাকে মিশনের নানা activity ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকল । লীনা কি বলবে, যত দেখে তার মুগ্ধতা ততই বাড়ে । শেষে অনুপম তাকে secretary মহারাজের কাছে নিয়ে গেল । তারা দুজনে মহারাজকে প্রণাম করল । আজকে লীনা নতুন করে প্রণাম করা শিখল । সাধুদেরকে প্রণাম করার সময় হাঁটু গেড়ে বসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় । অনুপম মহারাজের সাথে কথা বলতে থাকল আর লীনা হাঁ করে সব গিলতে থাকল । এসব কথা তো সে কক্ষনো শোনেনি । এত ভালো ব্যবহার সে কখনো দেখেনি । একটা মানুষ বিভিন্ন বিষয়ে এত কিছু কি করে জানতে পারে ?
লীনা আর চোখে মাঝে মাঝে দেখছে আর ভাবছে, “এরকমও মানুষ হয় ? পাশে সুন্দরী রমণী বসে আছে, কোন হুঁশই নেই । নিজের ভাবেই আছে । একটু খানি কথা বলতে কি হয় ? আমি কি বাঘ না ভাল্লুক যে কাছে এলে খেয়ে ফেলব ? আমি তো চাই কাছে আসতে । কিন্তু ওরকম গম্ভীর মুখ করে থাকলে কি করে কথা বলি । লোকটা একটা পাষণ্ড । নাকি খুব ভদ্র যে সুন্দরী দেখলেই নোলা দিয়ে জল পরে না । মনে হয় দ্বিতীয়টাই হবে । কারণ অফিসে তো কতগুলি সুন্দরী আছে । কারো দিকেই তো তাকায় না । ওর আহ্বানে তো যে কেউ সাড়া দেবে । না মানুষটা সত্যই ভালো । কিন্তু যদি একটু রসকষ থাকত তাহলে আরো ভালো হ’ত ।”
লীনা হঠাৎ খেয়াল করল গাড়ীটা পাহাড়গঞ্জে ঢুকছে । সে একটু অবাক হ’ল । এখানে কেন ? পাহাড়গঞ্জে কি আছে ? একটুপড়ে দেখল গাড়ী ঢুকছে রামকৃষ্ণ মিশনে । লীনা মনে মনে, “হে ভগবান, একি বেরসিক মানুষ ? সুন্দরী সঙ্গিনীকে নিয়ে এসব জায়গায় কেউ আসে ? মানুষটা সুস্থ মস্তিকে আছে তো ?”
গাড়ী থেকে নেমে লীনাকে নিয়ে অনুপম গেল মন্দিরের নীচে Exhibition দেখাতে । ভেতরে ঢুকে লীনার হতাশ ভাবটা একটু কাটল । কি সুন্দর করে সাজানো । অনুপম তাকে এক এক করে সব দেখাতে থাকল আর ব্যাখ্যা করতে থাকল । স্বামীজির জীবনের নানা ঘটনাগুলি তুলে ধরা আছে । লীনার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকল । সে দু-একটা প্রশ্নও করল । সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু কিছু শুনেছিল বা পড়েছিল কিন্তু এত কিছু জানত না । আর এত সুন্দর করে কেউ কক্ষনও বলেনি । শেষে যখন স্বামীজির ওপর 3D ফিল্মটা দেখল, সে মুগ্ধ হয়ে গেল । আবার যখন জানল যে এখানকারই দুজন সাধু মহারাজ এটা বানিয়েছেন, সে তো অবাক । এতদিন সাধু মানে, সবার মতোই, তারও একটা ধারণা ছিল, কিন্তু আজকে নতুন তথ্য পেল ।
এরপর অনুপম লীনাকে মিশনের নানা activity ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকল । লীনা কি বলবে, যত দেখে তার মুগ্ধতা ততই বাড়ে । শেষে অনুপম তাকে secretary মহারাজের কাছে নিয়ে গেল । তারা দুজনে মহারাজকে প্রণাম করল । আজকে লীনা নতুন করে প্রণাম করা শিখল । সাধুদেরকে প্রণাম করার সময় হাঁটু গেড়ে বসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় । অনুপম মহারাজের সাথে কথা বলতে থাকল আর লীনা হাঁ করে সব গিলতে থাকল । এসব কথা তো সে কক্ষনো শোনেনি । এত ভালো ব্যবহার সে কখনো দেখেনি । একটা মানুষ বিভিন্ন বিষয়ে এত কিছু কি করে জানতে পারে ?