31-12-2022, 01:58 PM
এখন রবিবার মানেই অনুপমের মনে একটা অনুভূতি আসে যে আজকে আবার কি হয় । সেদিন বিকালে সে অফিসের কয়েকটা ফাইল নিয়ে বিছানায় কাজ করছিল । ফাইলগুলি আজকে শেষ করতে পারলে ভালো । আজকে ঠিক করেছে সে বাবা-মার সাথে বাইরে যাবে না । সে একমনে কাজ করছে এমন সময় বেলটা বেজে উঠল । শুনতে পাচ্ছে মা দরজা খুলে পরিচিত কাউকে দেখে খুব খুশী হ’য়ে যেন তাদেরকে ভেতরে আহ্বান করছেন । সে নিজের কাজ করতে থাকল ।
কিছুক্ষন পর মায়ের ডাকে ঘরের বাইরে এল’ । আর দেখল লীনা আর তার মা বসে আছে । আজকে লীনা একটা হলদে রঙের চুড়িদার পড়েছে । মুখে অল্প মেকআপ । মেয়েটা যা পড়ে তাতেই তাকে সুন্দর লাগে । অনুপম মনে মনে ভাবতে লাগল, “একেবারে বাড়িতে ? মেয়েটা কি ভাবছে নিজেকে ? দেখতে একটু ভালো ব’লে ভাবছে আমাকে বশ ক’রে ফেলবে ? আমিও দেখব শেষ পর্যন্ত কি করে । আমাকে টলাবে, এত সহজ ?” ওদিকে লীনা ভাবছে, “ইস, কি বাজে ব্যপার । স্যার কি ভাবছে ? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি গায়ে পড়া, একেবারে বাড়িতে এসে হাজির । মাকে কত করে বারন করলাম । কিন্তু মা তার কথা শুনলে তো । বলল, সেদিন ওর মা অত ক’রে যাবার জন্য বললেন । তার পরও দুদিন ফোন করেছিলেন । একবার না গেলে খুব খারাপ দেখায় । অবশ্য আমারও যে একেবারে অমত ছিল, তা তো নয় । পাষণ্ডটা এবার কি করবে, বাড়ি থেকে বার করবে ? হুঁ , চোখ দেখে তো মনে হচ্ছে আমাকে দেখে ভালো লাগছে ।”
অনুপম গিয়ে সোফায় বসল । আশালতা দেবীকে জিজ্ঞাসা করল, “মাসিমা, কেমন আছেন ?”
আশালতাদেবী, “হ্যাঁ, ভালো । আসলে সেদিন কালীবাড়িতে তোমার মা অত ক’রে আসার জন্য বললেন তাই আজ চলে এলাম ।” (ফোন যে তাদের কথা হয়েছে, সেটা চেপে গেলেন ।)
অনুপমের মা, “আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন ? আমি তো আরো আগে আপনাদের আশা করেছিলাম । তা লীনার বাবা এলেন না ?”
আশালতাদেবী, “ওঁর কাজ আছে । আর বলবেন না । ছুটির দিনও কাজ নিয়ে থাকে, তাই আমাদের বিশেষ বাইরে যাওয়া হয় না । লীনারও আমার জন্য যাওয়া হয় না । ঘরেই বেশী থাকে, বন্ধুদের সাথে কম বের হয় ।”
অনুপমের মা, “আহা, বেচারা ।” (অনুপমের দিকে ঘুরে ) “হ্যাঁ রে, আজকে মেয়েটাকে একটু বাইরে নিয়ে যা না । মেয়েটা কোথাও যেতে পায় না ।”
অনুপম একটু কিন্তু কিন্তু করে, “আমি ...? আমি কোথায় নিয়ে যাব ? আমার অনেক কাজ পড়ে আছে ।”
মা, “আমরা দুই বুড়ি এখন গল্প করব, আর ও বেচারা বসে বসে বোর হবে । একটু নিয়ে যা না ।”
লীনা, (একটু অভিমানী গলায় ) “থাক না মাসীমা, ওর যখন অসুবিধা আছে ।”
অনুপম, “না অসুবিধা আর কি ? আচ্ছা আমি রেডি হয়ে আসছি ।”
এটা শুনে লীনার মুখে একটা খুশির ফ্ল্যাস খেলে গেল ।
কিছুক্ষন পর মায়ের ডাকে ঘরের বাইরে এল’ । আর দেখল লীনা আর তার মা বসে আছে । আজকে লীনা একটা হলদে রঙের চুড়িদার পড়েছে । মুখে অল্প মেকআপ । মেয়েটা যা পড়ে তাতেই তাকে সুন্দর লাগে । অনুপম মনে মনে ভাবতে লাগল, “একেবারে বাড়িতে ? মেয়েটা কি ভাবছে নিজেকে ? দেখতে একটু ভালো ব’লে ভাবছে আমাকে বশ ক’রে ফেলবে ? আমিও দেখব শেষ পর্যন্ত কি করে । আমাকে টলাবে, এত সহজ ?” ওদিকে লীনা ভাবছে, “ইস, কি বাজে ব্যপার । স্যার কি ভাবছে ? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি গায়ে পড়া, একেবারে বাড়িতে এসে হাজির । মাকে কত করে বারন করলাম । কিন্তু মা তার কথা শুনলে তো । বলল, সেদিন ওর মা অত ক’রে যাবার জন্য বললেন । তার পরও দুদিন ফোন করেছিলেন । একবার না গেলে খুব খারাপ দেখায় । অবশ্য আমারও যে একেবারে অমত ছিল, তা তো নয় । পাষণ্ডটা এবার কি করবে, বাড়ি থেকে বার করবে ? হুঁ , চোখ দেখে তো মনে হচ্ছে আমাকে দেখে ভালো লাগছে ।”
অনুপম গিয়ে সোফায় বসল । আশালতা দেবীকে জিজ্ঞাসা করল, “মাসিমা, কেমন আছেন ?”
আশালতাদেবী, “হ্যাঁ, ভালো । আসলে সেদিন কালীবাড়িতে তোমার মা অত ক’রে আসার জন্য বললেন তাই আজ চলে এলাম ।” (ফোন যে তাদের কথা হয়েছে, সেটা চেপে গেলেন ।)
অনুপমের মা, “আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন ? আমি তো আরো আগে আপনাদের আশা করেছিলাম । তা লীনার বাবা এলেন না ?”
আশালতাদেবী, “ওঁর কাজ আছে । আর বলবেন না । ছুটির দিনও কাজ নিয়ে থাকে, তাই আমাদের বিশেষ বাইরে যাওয়া হয় না । লীনারও আমার জন্য যাওয়া হয় না । ঘরেই বেশী থাকে, বন্ধুদের সাথে কম বের হয় ।”
অনুপমের মা, “আহা, বেচারা ।” (অনুপমের দিকে ঘুরে ) “হ্যাঁ রে, আজকে মেয়েটাকে একটু বাইরে নিয়ে যা না । মেয়েটা কোথাও যেতে পায় না ।”
অনুপম একটু কিন্তু কিন্তু করে, “আমি ...? আমি কোথায় নিয়ে যাব ? আমার অনেক কাজ পড়ে আছে ।”
মা, “আমরা দুই বুড়ি এখন গল্প করব, আর ও বেচারা বসে বসে বোর হবে । একটু নিয়ে যা না ।”
লীনা, (একটু অভিমানী গলায় ) “থাক না মাসীমা, ওর যখন অসুবিধা আছে ।”
অনুপম, “না অসুবিধা আর কি ? আচ্ছা আমি রেডি হয়ে আসছি ।”
এটা শুনে লীনার মুখে একটা খুশির ফ্ল্যাস খেলে গেল ।