31-12-2022, 01:47 PM
অনুপম গাড়ী চালাচ্ছে আর লীনা পাশে বসে আছে । লীনা মাঝে মাঝে আড় চোখে অনুর দিকে তাকাছে কিন্তু কিভাবে কথা শুরু করবে তা ভেবে পাচ্ছে না । তখন তার কলেজের এক স্যারের কথা মনে পড়ল । এরপর সে মনে মনে ভাবতে চেষ্টা করল সে যেন অফিসে তার সব বন্ধুদের কাছে তার নিজের কথা বলছে । এইভাবে সে একে একে তার বাড়ীর কথা, তার পড়াশোনা, তার Hobby , ইত্যাদি বলে চলল । একসময় শুনল কে যেন অনেক দূর থেকে তাকে বলছে – “লীনা, তোমার বাড়ী এসে গেছে ।” চোখ মেলে তাকিয়ে দেখল স্যার তার দিকে তাকিয়ে আছে । তারপর বাইরের দিকে দেখল যে তার বাড়ীর কাছের বড় রাস্তায় গাড়ী দাঁড়িয়ে আছে । সে কি আর বলবে এরকম একটা বেরসিক মানুষকে ? একটা ধন্যবাদ দিয়ে আস্তে আস্তে গাড়ী থেকে নেমে গেল ।
অনুপম বাড়ী ফিরে খাওয়া-দাওয়া করার পর শুতে গেল । সারাদিন কাজের পর শরীর ক্লান্ত । কিন্তু শোবার পর কিছুতেই ঘুম আসতে চায় না । বারবার একটি নিস্পাপ মুখ তার চোখের সামনে ভেসে উঠছে । আর যেন এখনও শুনতে পাচ্ছে তার মিষ্টি কন্ঠস্বর । সুন্দর ইংরাজীতে কলকল করে তার নিজের কথা বলে চলেছে । English Medium –এ পড়াশোনা করার জন্য লীনার বাংলা ভালো না । তাই আবেগের সাথে কথা বলতে গিয়ে সে ইংরাজীতেই সব বলছিল । অনুপম সেই হরিণীর টানা টানা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমের রাজ্যে চলে গেল ।
অনুপম বাড়ী ফিরে খাওয়া-দাওয়া করার পর শুতে গেল । সারাদিন কাজের পর শরীর ক্লান্ত । কিন্তু শোবার পর কিছুতেই ঘুম আসতে চায় না । বারবার একটি নিস্পাপ মুখ তার চোখের সামনে ভেসে উঠছে । আর যেন এখনও শুনতে পাচ্ছে তার মিষ্টি কন্ঠস্বর । সুন্দর ইংরাজীতে কলকল করে তার নিজের কথা বলে চলেছে । English Medium –এ পড়াশোনা করার জন্য লীনার বাংলা ভালো না । তাই আবেগের সাথে কথা বলতে গিয়ে সে ইংরাজীতেই সব বলছিল । অনুপম সেই হরিণীর টানা টানা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমের রাজ্যে চলে গেল ।