Thread Rating:
  • 25 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance প্রথম প্রেম by দীপান্বিতাবসু
#32
লীনা এখানে আসার পর অনুপমকে দেখার এবং কথা বলার পর থেকে তাকে ভালো লাগতে শুরু করে । সে অনুপমকে যত দেখেছে, যত তার কাছাকাছি গিয়েছে ততই যেন তার আকর্ষন তীব্র থেকে তীব্রতর হয়েছে । সে নানা ছুঁতোয় অনুপমের কেবিনে যায় । তার সাথে একটু কথা বলতে চায় ।


অফিসের অন্যান্যরা ব্যাপারটা বোঝে । মেয়েরা তো ঠোঁট টিপে হাঁসে । মাঝে মাঝে বলে, “কিরে লীনা, বিশ্বামিত্রের ধ্যান ভাঁঙাতে পারবি তো ?” পাশ থেকে হিমাদ্রি বলে, “লগে রহ মুন্নিদি ।” পায়েল বলে, “হমলোগ তো নহি সাকে, তুম কসিস্* করকে দেখো ।” কুলদীপ বলে, “লীনা, লাস্ট মে এ দেবদাসকো ইয়াদ করনা ।”

অনুপম কিন্তু এসব কিছু লক্ষ্য করে না । সে থাকে তার মতো । অফিসে আসে কাজ করে তারপর সোজা বাড়ী । কারো সাথে কাজের কথা ছাড়া অন্য একটিও কথা বলে না । কারো সাথে গল্প করা বা কারো নেমন্ত্রন্নে যাওয়া এসব তার পোষায় না । আর গাম্ভীর্যের জন্য তার কাছে কেউ ঘেঁসেনা । অফিসের সবাই তাদের বসকে নিয়ে নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা করলেও সবাই তাকে শ্রদ্ধা করে । সবাই তার leadership –এ খুশি ।

কিন্তু গত ছয় মাস আগের একটি ঘটনার পর থেকে অনুপম যেন তার জগতের বাইরে দেখতে শুরু করেছে । যদিও তার ভেতরের সে পরিবর্তন শুধুমাত্র সেই একটু অনুভব করে । অফিসের কেউ বা বাড়ীর কেউই সেটা বুঝতে পারে না ।

সেদিন ছিল লীনার জন্মদিন । লীনার মা তাকে কিছুতেই আধুনিক পোশাক পরতে দেয়নি । সেদিন লীনা অফিসে এসেছিল তুঁতে রঙের একটি শাড়ি পরে । লীনাকে দেখাছিল অপরূপা । অফিসের সবাই তার প্রশংসা করছিল আর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাছিল । Lunch –এ লীনা তাদের কি খাওয়াবে তার আলোচনাও হচ্ছিল । ঠিক এই সময় অনুপম অফিসে প্রবেশ করে । সে সাধারণত সবার আগেই চলে আসে কিন্তু সেদিন একটু দেরী হয়ে গিয়েছিল ।

অফিসে ঢুকেই স্বাভাবিভাবেই সবার মধ্যমণি লীনার দিকে চোখ চলে গেল । আর সে অবাক হয়ে তাকিয়ে রইল । অন্যরাও চুপ । কিছুক্ষন পর সে সচেতন হল । সবাইকে Good Morning বলে নিজের কেবিনে চলে গেল ।

মেয়েরা তো স্যারের চোখে প্রথমে বিস্ময় ও পরে মুগ্ধতা দেখে লীনাকে ইর্ষা করতে লাগল । লীনার গালে রক্তিম আভা দেখা দিল আর তার মনের মধ্যে খুশীর বন্যা বইতে শুরু করল । মনে মনে মাকে ধন্যবাদ দিতে থাকল ।
এরপর একমাস কেটে গেছে । অনুপম যথারীতি অফিসে আসে-যায় । কিন্তু তার মধ্যে কোন পরিবর্তন কেউ লক্ষ্য করেনি । লীনার সব আশা যেন চলে যাচ্ছে । একমাস আগে সবাই তার দিকে ইর্ষার চোখে তাকাতো আর এখন যেন সবার চোখে শ্লেষ ভরা দৃষ্টি ।

একদিন কাজ শেষ করতে করতে অনুপমের বেশ রাত হয়ে গেল । এতক্ষন এই অফিসে কেউ থাকে না । কিন্তু একটা Project তার পরদিনই জমা দেওয়ার ছিল । তাই ফাইনাল একবার সবকিছুর ওপর চোখ বুলিয়ে নিল । এ ব্যপারে সে খুবই particular. শেষে নিজে একবার সব কিছু খুঁটিয়ে না দেখে কোন Project –ই ছাড়ে না । সে জন্য এই branch –এর বেশ সুনাম । সব গুছিয়ে নিজের অফিস থেকে বেরিয়ে অনুপম দেখল লীনা Visitors –দের বসার সোফায় বসে একটি Magazine –এর পাতা ওলটাচ্ছে । সে খুব অবাক হয়ে গেল । বুঝতে পারল না লীনা কেন এতক্ষন বসে আছে । যদিও মনের মধ্যে একটা মৃদু আলোড়ন শুরু হল । ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল ।

অনুপম – “কি ব্যাপার, তুমি এতক্ষন কি করছ ?”

লীনাও অনুপমের গাম্ভীর্যের জন্য অন্যদের মতো তাকে সমীহ করে । সে উঠে দাঁড়িয়ে বলল, “না মানে, এইমাত্র কাজ শেষ হল ।”

অনুপম জানে তার অফিসে কার কি কাজ । কাজেই বুঝতে পারল লীনা মিথ্যা বলছে । আর এটা জেনে তার বুকের মধ্যে যেন অন্য একটা অনুভূতি হতে লাগল ।

অনুপম – “বাড়ী না গিয়ে শুধু শুধু বসে আছো কেন ?”

লীনা (মনে মনে – শুধু শুধু ? এটা যদি বুঝতে, তাহলে তো হয়েই যেত । একটা পাষাণ্ড কোথাকার ।) মুখে বলল, “না মানে আপনি তো আমাদের ওদিক দিয়ে যান । তাই ভাবলাম যদি আমাকে নামিয়ে দেন ।”

অনুপম আর কথা না বাড়িয়ে বলল, “ঠিক আছে, চল ।”
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: প্রথম প্রেম by দীপান্বিতাবসু - by ddey333 - 31-12-2022, 01:47 PM



Users browsing this thread: 1 Guest(s)