29-12-2022, 09:06 PM
(29-12-2022, 09:02 PM)Bumba_1 Wrote: আমি তো এখন আউট অফ স্টেট আছি। আগামীকালই অবশ্য ফিরছি কলকাতায়। ৩১ তারিখ তো বাড়িতেই থাকতে হবে গো। বিকেলবেলা একটা পারিবারিক নেমন্তন্ন আছে, যেটা রাত পর্যন্ত গড়াবে। তাই এদিকে আসার কোনো প্ল্যান নেই।
তবে গেট-টুগেদার বলো আর পিকনিক বলো with family আর without family এই দুটোর main course সবসময় আলাদা রাখতে হয়। কথাটা কেন বললাম .. নিশ্চয়ই বুঝতে পারছো। এবার থেকে সেটাই মাথায় রাখবে।
বিলক্ষণ বুঝতে পারছি বন্ধু, সে আর বলতে - এই ভুল আর ভবিষ্যতে হবে না। without family get together এ always main course হাল্কা রাখতে হয়। নাহলে সেদিনকার মত অবস্থা হবে।