29-12-2022, 07:31 PM
(28-12-2022, 08:59 PM)Bumba_1 Wrote: ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে ডঃ দাশগুপ্তের ভারী কন্ঠ ভেসে এলো "তোমার ওই রেলপাড়ের একতলার বাড়ির সামনের উঠোনের সিঁড়ি আর ঘরের দরজাগুলোকে বলে রেখো তারা যেন শত উৎসুকতায় পেতে রাখে বুক। মেঘেদের কাছে খবর পাঠিয়ে দিও বৃষ্টিতে যেন না ভিজে যায় রাস্তা। প্রখর সূর্যের তাপ ভালোবাসার কোমলতায় যেন আগলে রাখে তার দিন। দুঃখ ভুলে যেন চাঁদ হাসে ভরা পূর্ণিমায়। সরকার কিংবা বিরোধী দলকে বলে দিও তারা যেন না নেয় কোনো রাজনৈতিক কর্মসূচি। পুলিশবাহিনীকে কাছাকাছি থেকেই দিতে বলো টহল। অসভ্য কাকেরা যখন তখন যেন ডেকে না ওঠে। আমার জন্য গরম খাবার ঢেখে রেখে, বারবার আয়নায় দেখে নিও মুখ। যত কাজ থাক সাজগোজ একটুও যেন না হয় নষ্ট। সর্বাঙ্গে সুখের আবেশে ভরা দক্ষিণা হাওয়াদের খানিকটা বসে শোনাতে বলো বিমুগ্ধতার গান। তারপর শুধুই প্রতিক্ষার প্রহর জুড়ে বোবা ভাষার খুনসুটি হবে আমাদের মধ্যে। যার অমোঘ স্পর্শতা বাহুর বন্ধন বেয়ে নিয়ে যাবে বহুদূরে .. আরও বহুদূরে। তোমার আর তোমার গোগোলের শর্তে আমি রাজি সুজাতা। আমি আসছি .. খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে।"
ভাবা যায় না এমন সুন্দর লেখা!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)