29-12-2022, 05:39 PM
ওস্তাদকে কাঁদতে দেখে কিছলুও কেদে দেয়। এমন সময় ঘরের ভিতর থেকে কাজের মহিলা কতগুলো পলিথিনের ব্যাগ নিয়ে পাঁচীর কাছে আসে। পাঁচী সবাইকে একটা করে পলিথিনের ব্যাগ দেয়। জেলেরা নিজেদের মাঝে মুখ চাওয়া-চাওয়ি করে। তাই দেখে পাঁচী বলে তোমরা যে মাছ কিনা আনছ তার থেকে ১ কেজি পরিমাণ মাছ তোমাদের সবাইকে দিলাম, বাড়িতে গিয়া বউ- পোলাপান নিয়া খাবা’।
তখন কিছলু সবার আগে বলে উঠে ‘এত বড় ভেটকি মাছ আমি খাওয়া তো দুরের কথা কোনোদিন চোখেও দেখি নাই। আপনি অনেক বড়, আপনি আমাগো রাজা বাবু’।
এই কথা শুনে ওস্তাদ জেলে কিছলুর মাথায় এক চাটি মেরে বলে ‘আরে অশিক্ষিত্ রাজা বাবু কস কারে? উনি কি রাজা নাকি? উনি হলেন আমাদের রানী, রানীমা’। তখন ওস্তাদ জেলে আরো বলে ‘৩৭ বছর যাবৎ মাছ ধরতাছি, ভেটকি মাছ বহুত খাইছি, কিন্তু কোনোদিন দেড় কেজি, দুই কেজি ওজনের বড় ভেটকি মাছ খাই নাই। এর আগে কোনো মহাজনের বাড়িতে এমন দাওয়াত খাওয়াতো দুরের কথা পোলা-মাইয়ার বিয়েতেও দাওয়াত পাই নাই। আপনি অনেক বড় মনের মানুষ। আপনারে আমরা আইজ থিকা রানীমা বলমু, আপনি আমাগো রানীমা’। অন্যান্য জেলেরা এক সাথে বলে উঠল রানীমা, রানীমা।
তখন কিছলু সবার আগে বলে উঠে ‘এত বড় ভেটকি মাছ আমি খাওয়া তো দুরের কথা কোনোদিন চোখেও দেখি নাই। আপনি অনেক বড়, আপনি আমাগো রাজা বাবু’।
এই কথা শুনে ওস্তাদ জেলে কিছলুর মাথায় এক চাটি মেরে বলে ‘আরে অশিক্ষিত্ রাজা বাবু কস কারে? উনি কি রাজা নাকি? উনি হলেন আমাদের রানী, রানীমা’। তখন ওস্তাদ জেলে আরো বলে ‘৩৭ বছর যাবৎ মাছ ধরতাছি, ভেটকি মাছ বহুত খাইছি, কিন্তু কোনোদিন দেড় কেজি, দুই কেজি ওজনের বড় ভেটকি মাছ খাই নাই। এর আগে কোনো মহাজনের বাড়িতে এমন দাওয়াত খাওয়াতো দুরের কথা পোলা-মাইয়ার বিয়েতেও দাওয়াত পাই নাই। আপনি অনেক বড় মনের মানুষ। আপনারে আমরা আইজ থিকা রানীমা বলমু, আপনি আমাগো রানীমা’। অন্যান্য জেলেরা এক সাথে বলে উঠল রানীমা, রানীমা।