29-12-2022, 02:12 PM
(This post was last modified: 29-12-2022, 09:16 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-12-2022, 11:33 AM)Sanjay Sen Wrote: থ্রেডের prefix চেঞ্জ করে দিয়েছো দেখছি। এই পদক্ষেপ একদম সঠিক হয়েছে বলে মনে করি কারণ বর্তমানে এই উপন্যাস যে পর্যায়ে পৌঁছে গেছে সেখানে এর প্রেফিক্স WRITER'S SPECIAL হওয়া একদম যুক্তিযুক্ত। এই পর্ব নিয়ে যত বলব , বলা আর শেষ হবে না। এক কথায় অসাধারণজানি তোমার মাথায় নিশ্চয়ই দারুন কিছু আইডিয়া আছে, তবু একজন পাঠক হিসাবে একটাই অনুরোধ, কামরাজ আর মানিক সামন্তর শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয়।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ

(29-12-2022, 11:37 AM)Sanjay Sen Wrote:
শুধু আমি নই এখানে মোটামুটি সবাই বুঝতে পেরেছে এই মন্তব্য করে তুমি আমাকে কটাক্ষ করেছো। দেখো, তুমি তো নিজের এই পর্বের মাধ্যমে আমার ওই দিনকার কমেন্টের জবাব দিয়েই দিয়েছো এবং আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তোমার এই মন্তব্য নিষ্প্রয়োজন ছিল।![]()
মন্তব্যটা করার পরেই বুঝতে পেরে গিয়েছিলাম কাজটা অনুচিত হয়েছে। কিন্তু হাত থেকে একবার তীর বেরিয়ে গেলে সেটা তো আর ফিরিয়ে নেওয়া সম্ভবপর নয়, তাই কিছু করার ছিল না। আমি জানি তোমার খারাপ লেগেছে, তাই সবার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি।
