29-12-2022, 11:37 AM
(28-12-2022, 09:09 PM)Bumba_1 Wrote: তুমি আমার উপন্যাসের একজন বুদ্ধিদীপ্ত পাঠক। যার কাছ থেকে আমি কোনোদিনই অযথা প্রশংসা অথবা ব্যক্তিগত আক্রমণ আশা করিনা/করিনি। তার কাছ থেকে সর্বদাই গঠনমূলক সমালোচনা আশা করেছি।
যাইহোক, তুমি ১১ |১১| ২০২২ তারিখে যে এই মন্তব্য করেছিলে, তার আমি কোনো উত্তর দিইনি সেই অর্থে। শুধু বলেছিলাম পিকচার তো আভি বহুৎ বাকি হ্যায় মেরে দোস্ত। আজকেও দেবো না, শুধু এইটুকুই বলবো .. বুম্বাকে প্রেডিক্ট করা যায় না ভালো থেকো।
শুধু আমি নই এখানে মোটামুটি সবাই বুঝতে পেরেছে এই মন্তব্য করে তুমি আমাকে কটাক্ষ করেছো। দেখো, তুমি তো নিজের এই পর্বের মাধ্যমে আমার ওই দিনকার কমেন্টের জবাব দিয়েই দিয়েছো এবং আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তোমার এই মন্তব্য নিষ্প্রয়োজন ছিল।