29-12-2022, 11:33 AM
থ্রেডের prefix চেঞ্জ করে দিয়েছো দেখছি। এই পদক্ষেপ একদম সঠিক হয়েছে বলে মনে করি কারণ বর্তমানে এই উপন্যাস যে পর্যায়ে পৌঁছে গেছে সেখানে এর প্রেফিক্স WRITER'S SPECIAL হওয়া একদম যুক্তিযুক্ত। এই পর্ব নিয়ে যত বলব , বলা আর শেষ হবে না। এক কথায় অসাধারণ জানি তোমার মাথায় নিশ্চয়ই দারুন কিছু আইডিয়া আছে, তবু একজন পাঠক হিসাবে একটাই অনুরোধ, কামরাজ আর মানিক সামন্তর শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয়।