29-12-2022, 10:21 AM
(29-12-2022, 09:53 AM)Somnaath Wrote:
এই কয়েকটা লাইন সত্যিই মন ছুঁয়ে গেল বুম্বা। একজন পুরুষ হয়ে নারীমন বোঝার এই অদ্ভুত ক্ষমতা তোমার পক্ষে কি করে সম্ভব, তা আমি জানিনা। তবে খুব ভালো লাগলো।
কামরাজের মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ার ব্যাপারটা অভিনয় নাকি সত্যি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবং ওর জন্য আরও কোনো বড় শাস্তি অপেক্ষা করছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে সুজাতা এবং ডক্টর দাসগুপ্তর সম্পর্কের যে একটা পরিণতি ঘটতে চলেছে তার জন্য গোগোল আর হিয়ার সঙ্গে আমিও ভীষণ খুশি। আর সেই অতি উত্তেজক রতিক্রিয়ার পর শেষের ওই চমকটা? ওটার জন্যই তো তুমি আলাদা, সবার থেকে। সব মিলিয়ে সম্ভবত এই বছরের শেষ আপডেট একেবারে জমজমাট।
ওয়াওওও .. কি সুন্দর করে বললে কথাগুলো! তোমার মন্তব্যে ভালোলাগাও আছে আবার মনের ভেতর অজানা অনেক প্রশ্ন আছে আগামী পর্বগুলির জন্য। এবার সত্যি মনে হচ্ছে আমার এই উপন্যাস লেখা সার্থক। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো এবং অবশ্যই পড়তে থাকো।