29-12-2022, 09:53 AM
(28-12-2022, 08:59 PM)Bumba_1 Wrote: সূর্যের শেষ রক্তিম আলো ছরিয়ে পরছে গুঁড়ো গুঁড়ো। সিঁদুরের অভ্র অন্ধকারে এখনও গাঢ় হয়ে ওঠেনি নির্লিপ্ততায় মাখামাখি সাঁঝবেলা। দূরে .. জলাশয়ে জল থেকে উঠে আসছে বাষ্পীয় কুয়াশা, নিঃশব্ধে কান পেতে। শুনলে মনে হয় শিশিরের শব্দের সাথে এক মিহি ক্রন্দনের সংমিশ্রণ। সন্ধ্যাবেলার আঁতুররশ্মি রহস্যময়ী এমনি একটা বয়স .. ছুরিও না বুড়িও না ..এই কয়েকটা লাইন সত্যিই মন ছুঁয়ে গেল বুম্বা। একজন পুরুষ হয়ে নারীমন বোঝার এই অদ্ভুত ক্ষমতা তোমার পক্ষে কি করে সম্ভব, তা আমি জানিনা। তবে খুব ভালো লাগলো।
প্রায় হাসতে ভুলে যাওয়া চল্লিশ ছুঁই ছুঁই এক আদ্যোপান্ত সংসারী, 'বায়োলজিক্যাল মা' না হয়েও এক সন্তানের জননী। বিগত দিনে এই যার মন তথা শরীরকে সহ্য করতে হয়েছে অনেক অন্যায়, অনেক অবিচার, হয়েছে বহু রক্তক্ষরণ। মৃত্যুকে কাছ থেকে দেখেছে সংগ্রাম করে টিকে এই চল্লিশ ছুঁতে চলা মেয়েটি। জিজ্ঞাসা করেনা কেও চল্লিশ পার করা সংসারী কোনো মেয়ের কথা .. কেমন আছিস! অথচ চল্লিশ ছুঁই ছুঁই মেয়েটির বিয়ে হয়নি বলে সবার যত শোকতাপ, যত কৌতুহল .. হয়তো বা সুযোগ নেওয়ার চেষ্টা। চল্লিশ ছুঁতে চলা মেয়েটির মনের ওলিগলিতে লুকিয়ে থাকে কিশোরীবেলা। নতুন করে বাঁচতে বড্ড সাধ জাগে .. পুরোনোকে নতুন করে পেতে চায় .. নতুন করে প্রেমে পরতে বড়ই যে সাধ জাগে মনে।
কামরাজের মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ার ব্যাপারটা অভিনয় নাকি সত্যি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবং ওর জন্য আরও কোনো বড় শাস্তি অপেক্ষা করছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে সুজাতা এবং ডক্টর দাসগুপ্তর সম্পর্কের যে একটা পরিণতি ঘটতে চলেছে তার জন্য গোগোল আর হিয়ার সঙ্গে আমিও ভীষণ খুশি। আর সেই অতি উত্তেজক রতিক্রিয়ার পর শেষের ওই চমকটা? ওটার জন্যই তো তুমি আলাদা, সবার থেকে। সব মিলিয়ে সম্ভবত এই বছরের শেষ আপডেট একেবারে জমজমাট।