28-12-2022, 09:31 PM
(This post was last modified: 28-12-2022, 09:40 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
প্রথম অংশটা বা বলা উচিত প্রথম ভাগটা অসাধারণ মিষ্টি ও ভালোলাগায় পরিপূর্ণ। এক নারীর জীবন ও চাহিদা যে ভাবে ফুটিয়ে তুললে দারুন। নারীর জীবনে পুরুষের গুরুত্ব অনেক। হয়তো মায়ের মতোই কিন্তু সেটা অনেক সময় এতটাই গভীর হয়ে যায় যে কোনো মুহূর্তে মনে হতে পারে সেই জাতির অধীনেই পুরো জীবন পার হয়ে গেলো। হয়তো কিছু ক্ষেত্রে তাই। কিন্তু তার মাঝেও আছে সন্তানের পিতার প্রতি টান, মা রূপে পুত্রের প্রতি মমতা আর স্ত্রী রূপে স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। পুরুষ শাসিত সমাজ যতই হোক, এই সম্পর্কে জং কোনোদিন পড়েনি, পড়বেনা। আজকের সমাজে যখন নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে ও হয়তো কিছু ক্ষেত্রে নারীও পুরুষের মতোই ভুল পথে চালিত হচ্ছে তবুও এই পুরুষ নারীর পবিত্র সম্পর্ক অটুট আছে ও থাকবে,আধুনিকতার পথে অগ্রগতির সুযোগ ও মানসিক পরিবর্তন যতই আসুক না কেন। গোগোল আর ডাক্তার বাবুর লাইন গুলো উফফফ
এবারে আসি দ্বিতীয় ভাগে। ওপরের অমন সুন্দর অংশ পড়ার পর এটা মানে সম্ভগ পড়তে কেমন যেন লাগে একটা। কিন্তু বর্ণনা তে যে জাদু আছে তা কিকরে অগ্ৰাহ করি? চরম পুরো!
আর শেষ ভাবে যে ধাক্কা দিলে বাপরে!! যদিও দুঃখ জনক কিন্তু আমিও ভাবছি এবার কি হবে? আরে এই বুড়ো বয়সে এতো হাওয়াস বাপরে বাপ!!