28-12-2022, 09:09 PM
(11-11-2022, 04:01 PM)Sanjay Sen Wrote: যাই হোক, এতক্ষণ অনেক ভালো ভালো কথা বললাম, এবার তোমার মুণ্ডুপাত করবো। আজকের পর্বের শুরুটা দুর্দান্তভাবে হয়েছে শেষের চমকটাও তথৈবচ। কিন্তু মাঝখানে এসব ছাইপাঁশ কি লিখলে? একশ্রেণীর পাঠক টেনে নিজের উপন্যাসের views বাড়ানোর জন্য, তার সঙ্গে লাইক এবং রেপুর সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য মাঝের ওই প্রতিমা না কি যেন নাম ওই চরিত্রটাকে ঢোকানোর কি খুব দরকার ছিলো? ভবিষ্যতে এই চরিত্রটা কি আদৌ কোনো ইমপ্যাক্ট সৃষ্টি করতে পারবে এই কাহিনীতে? এটা অনেকটা কমার্শিয়াল সিনেমার গানের মতো হয়ে গেলো - কোনো কারণ ছাড়াই নায়িকাকে শিফনের শাড়ি পড়িয়ে, বৃষ্টিতে ভিজিয়ে দুটো ডান্স সিকোয়েন্স রাখতে পারলেই সিনেমা হিট করানো যাবে।
তুমি এখন যে পর্যায়ে পৌঁছে গেছো তোমাকে কাহিনীর মধ্যে অহেতুক সেক্স সিকোয়েন্স ঢুকিয়ে দিয়ে উপন্যাস হিট করানো দরকার নেই। পাবলিক এমনি তোমার গল্প পড়ে এবং পড়ছে। না হলে এত কম সময়ে এত ভিউস বাড়তে পারে না। অনেক খারাপ কথা বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না।
তুমি আমার উপন্যাসের একজন বুদ্ধিদীপ্ত পাঠক। যার কাছ থেকে আমি কোনোদিনই অযথা প্রশংসা অথবা ব্যক্তিগত আক্রমণ আশা করিনা/করিনি। তার কাছ থেকে সর্বদাই গঠনমূলক সমালোচনা আশা করেছি।
যাইহোক, তুমি ১১ |১১| ২০২২ তারিখে যে এই মন্তব্য করেছিলে, তার আমি কোনো উত্তর দিইনি সেই অর্থে। শুধু বলেছিলাম পিকচার তো আভি বহুৎ বাকি হ্যায় মেরে দোস্ত। আজকেও দেবো না, শুধু এইটুকুই বলবো .. বুম্বাকে প্রেডিক্ট করা যায় না ভালো থেকো।