24-12-2022, 08:42 PM
সেদিন আলোচনা হয়েছিল বলতে গেলে বিস্তর আলোচনা হয়েছিল সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটার উত্তর জানতে গেলে অনেক কিছু ঘাটতে হবে। তবে আউটপুট হিসেবে আমরা দুজনেই কৌতূহলের ফাঁদে পড়ে একসাথে সিগারেট ফুঁকার রোমাঞ্চের অংশ হতে চলেছি। সত্যিই পৃথিবীর সবকিছু কতই বিচিত্র, বিচিত্র সব প্রাণীর বিচরণ এই পৃথিবীর বুক জুড়ে, তার মাঝে সবচেয়ে বড় বিচিত্র এই মানুষ। আমার মত আপনার মত কোটি কোটি বিচিত্র মনের, রঙের, ধরণের মানুষের ভারে এই বসুন্ধরা পিষ্ট হয়ে চলেছে প্রতিনিয়ত।
অপেক্ষাটা আরও কয়েক ঘন্টার। আগামীকাল রাতেই আসছে এই গল্পের নতুন পর্বে৷ সঙ্গেই থাকুন....