24-12-2022, 12:43 PM
(24-12-2022, 11:14 AM)Somnaath Wrote: একেই বোধহয় বলে এলাম দেখলাম আর জয় করলাম। এই আপডেটের মাধ্যমে শুধু আমার নয়, তোমার গল্প যারা follow করে, তাদের সবার মন জয় করে নিয়েছো তুমি। আলাদা করে বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই, এটাই বলার যে একদম প্রকৃত থ্রিলার উপন্যাসের মতোই এগোচ্ছে এটা। শুধু চমকের পর চমক। গোগোলের শত্রুদের মধ্যে এখন শুধু হারাধনের দুটি ছেলে বর্তমান। কামরাজ আর মানিক সামন্ত - বাকিরা সব ধীরে ধীরে ভ্যানিশ। এদের মধ্যে কামরাজ মানসিকভাবে শাস্তি পেলেও শারীরিকভাবে অবশ্য এখনো পায়নি। অপেক্ষা করে আছি এরপরে কোন দিকে এগোয়ে এই উপন্যাস।
খুব ভালো লাগে, এই ধরনের মন্তব্য পেলে। প্রথমেই জানাই অনেক ধন্যবাদ শারীরিক কষ্ট এবং শাস্তির থেকে অনেক সময় মানসিক কষ্ট অত্যাধিক বেদনাদায়ক হয়ে ওঠে। তবে আমি নিজেও জানিনা এই উপন্যাসে কার জন্য কি অপেক্ষা করে আছে। চরিত্ররা নিজেরা যেটা মনে করবে সেটাই হবে। সঙ্গে থাকো এবং অবশ্যই পড়তে থাকো।