24-12-2022, 09:33 AM
(This post was last modified: 24-12-2022, 09:34 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-12-2022, 11:33 PM)nextpage Wrote: শাস্তি টা তো ছিলই তবে বড় ছিল চমক।
পাশার দান কেমন করে পাল্টে যায় সেটাই দেখলাম।
আমার তো খুব করে ইচ্ছে করছিলো গোগোলের হাতে কয়েক ঘা খাক এই সন্দ্বীপ। ওর ঐ পাপী মুখে সুজাতা আর গোগোলে কে নিয়ে যে কথা গুলো বলেছে সেটা শোনার পর তো গোগোলের হাতে দুটো খাওয়া উচিত ছিল।
কর্মফল পর্বের মন্তব্যে বলেছিলাম একটা আশার আলো দেখেছি সেটাতেই বিশ্বাস রেখেছিলাম। আর তার প্রতিদানরূপ আজকের চমৎকার পর্বটা পেলাম। গল্প হয়তো শেষে দিকে চলে এসেছে আরও জমজমাট হবে।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ

আর উপন্যাস শেষ হতে যাওয়ার প্রসঙ্গে বলি .. এখানে শতকরা ১০০% পাঠকবন্ধুরা মনে করছেন পিতৃমাতৃহীন হওয়ার পর থেকেই তো গোগোল গোলকধাঁধায় ঢুকে পড়েছে এবং আজও তার মধ্যে দিয়েই যাচ্ছে, হয়তো এবার বেরোনোর একটা উপায় পেলেও পেতে পারে সে। তাই এবার উপন্যাস সম্ভবত শেষ হয়ে যাবে। কিন্তু গোলকধাঁধায় গোগোল অর্থাৎ এই উপন্যাসের নামের সার্থকতা এখনো আসেইনি। পিকচার এখনো অনেক বাকি আছে বন্ধুবর। প্রকৃত অর্থে কোনো গোলকধাঁধাতেই পড়েনি আমাদের গল্পের মেন প্রডাগোনিস্ট গোগোল। এখনো অনেক চমক বাকি .. সঙ্গে থাকো এবং পড়তে থাকো।