24-12-2022, 09:08 AM
ভিখু চার মাঝীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একমাত্র জীবিত মহাজনের কাছে গেল। গিয়ে মহাজনের সাথে ভালোভাবেই কথা বলতে লাগল। ভিখু মহাজনকে বলল যে তার ৪টা ট্রলার ছিল। এখন ২ টা আছে। মহাজন যদি তাকে অনুমুতি দেয় তাহলে সে ব্যাবসা শুরু করতে পারে।
মহাজন বলল- ‘দেখুন ভিখু সাহেব! সাগর আমার বাপ দাদার সম্পত্তি না, এখানে যে কেউ মাছ ধরতে পারে। আমরা মহেশখালীতে ৪ জন মাছের ব্যাবসা করতাম। হায়াত মউত ভগবানের হাতে। হঠাৎ করে এক মাসের মধ্যে ৩ জন মহাজন মারা গেল। তাই ব্যাবসায়ী হিসাবে আমার এখন একা একা লাগে। আপনি যদি ব্যাবসা করেন তাহলে আমি খুবই খুশি হব। মনে করব নিজের একজন ভাইও আমার সাথে ব্যাবসা করছে। আপনি ব্যাবসা শুরু করুন। যে কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাকে খুশি মনে সাহায্য করব’।
তাইলে আমি ব্যাবসা শুরু করলাম এই বলে ভিখু অফিস থেকে বের হল।
ভিখু ঐ অফিস থেকে বের হওয়ার পর মহাজনের মনে হল তার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সে মনে মনে ঠিক করল। না এর শেষ দেখে নিতেই হবে। ভিখু না থাকলে কোটি কোটি টাকার এই মাছের ব্যাবসা তার একার, তাই যেভাবেই হোক ভিখুকে সরাতে হবে।
মানুষ লোভের বশবতী হয়ে যে সিদ্ধান্ত নেয় তা ভুল সিদ্ধান্ত হয়। তাই মহাজনের এই সিদ্ধান্তটিও ভুল হল।
______________________________
মহাজন বলল- ‘দেখুন ভিখু সাহেব! সাগর আমার বাপ দাদার সম্পত্তি না, এখানে যে কেউ মাছ ধরতে পারে। আমরা মহেশখালীতে ৪ জন মাছের ব্যাবসা করতাম। হায়াত মউত ভগবানের হাতে। হঠাৎ করে এক মাসের মধ্যে ৩ জন মহাজন মারা গেল। তাই ব্যাবসায়ী হিসাবে আমার এখন একা একা লাগে। আপনি যদি ব্যাবসা করেন তাহলে আমি খুবই খুশি হব। মনে করব নিজের একজন ভাইও আমার সাথে ব্যাবসা করছে। আপনি ব্যাবসা শুরু করুন। যে কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাকে খুশি মনে সাহায্য করব’।
তাইলে আমি ব্যাবসা শুরু করলাম এই বলে ভিখু অফিস থেকে বের হল।
ভিখু ঐ অফিস থেকে বের হওয়ার পর মহাজনের মনে হল তার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সে মনে মনে ঠিক করল। না এর শেষ দেখে নিতেই হবে। ভিখু না থাকলে কোটি কোটি টাকার এই মাছের ব্যাবসা তার একার, তাই যেভাবেই হোক ভিখুকে সরাতে হবে।
মানুষ লোভের বশবতী হয়ে যে সিদ্ধান্ত নেয় তা ভুল সিদ্ধান্ত হয়। তাই মহাজনের এই সিদ্ধান্তটিও ভুল হল।
______________________________