23-12-2022, 11:15 PM
(23-12-2022, 10:43 PM)Baban Wrote: একদম সে ওয়াক্ত বাদল দিয়ে, হালাত বদল দিয়ে, জাজবাত বাদল দিয়ে দাদা!!
কি ছিল এটা!! যদিও আমি একটা শান্তি পেলাম এটা জেনে যে টগর রানী ফরফরানী আজও আমাদেরর মাঝে আছে। যদিও আগের পর্বেই তুমি জানিয়েছিলে পরের পর্বের জন্য অপেক্ষায় থাকতে তখন ভেবেছিলাম সোজা পথেই যাচ্ছি তো আমি? কারণ থ্রিলারের নিয়ম তো ওতো সোজা নয়। বিশেষ করে শেষ অংশে গোগোলের আগমন হতেই মস্তিস্ক নানাকিছু ভাবতে শুরু করেছিল aকিন্তু এমন কিছু গ্রান্ড ভাবে প্রকাশিত হতে চলেছে ভাবিনি।
খলনায়িকা যতই উগ্র হোক না কেন তার এমন পরিণতি মেনে নেওয়া কষ্টকর। এখানে অবশ্য খলনায়ক হলে নিজের মগজের সবচেয়ে ঘৃণ্য শাস্তিটাই যোগ্য ভেবে শান্তি পেতাম কিন্তু একটা নারীর এমন পরিণতি মেনে নিতে অসুবিধা হচ্ছে এই যা..... বিশেষ করে আগের পর্বের সাথে যদি আজকের পর্ব মেলাই তাহলে
ওই শেষ মুহূর্তে নিজের একজনকে কাছে পাবার ইচ্ছেটুকু, নিজের ভেতরের নারী আর তার ভালোবাসার স্বাদ পাবার বিফল চেষ্টা টুকু ভাবলে সত্যিই কষ্ট হয়।
আর সন্দীপ বাবুর অংশটা সবচেয়ে বেশি সুখ দিলো আমায়। তুমি জানোই ওকে আমি কত্ত ভালোবাসতাম।
আর কামরাজের পরিণতি উফফফফফ। আজকের পর্ব নামকরণ সত্যিই যথার্থ। কিন্তু প্রশ্ন একটাই। সবচেয়ে বড়ো শাস্তিটা কে পেলো? সন্তান হারা পিতা? লজ্জায় অপমানে হেয় হয়ে যাওয়া হেরো অফিসার? ভালোবাসার মূল্য না বুঝেও শেষ সময় কাছের কাউকে আঁকড়ে ধরতে চাওয়া এক নারী?
অসাধারণ দাদা ♥️♥️♥️♥️♥️
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তুমি যে তিনজনের শাস্তির কথা বলেছো .. অর্থাৎ পিতা হিসেবে কামরাজ, ব্যর্থ এবং হেরে যাওয়া পুলিশ অফিসার হিসেবে সন্দীপ, আর অবশ্যই last but not the least রনিতা। এরা তিনজনই শাস্তি পেয়েছে একথা তো ধ্রুবসত্য। কিন্তু এই পর্বে এরা তিনজন ছাড়াও আরেকজনের মানসিক শাস্তির কথা আমি হাল্কা করে হলেও ছুঁয়ে গিয়েছি। যদিও সেই ব্যক্তি কোনো অপরাধে অপরাধী নয়। তার নাম আমি করবো না .. তুমি বুদ্ধিমান ব্যক্তি নিজেই বুঝে নাও।