23-12-2022, 04:54 PM
(23-12-2022, 12:21 PM)Monen2000 Wrote: কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মীরাই জিতেছিল, কৌরবরা পরাজিত হয়েছিল একজনের অসাধারণ কূটনৈতিক বুদ্ধি ও মায়ার কাছে।
অন্যায় কুরুক্ষেত্রে ঝরলো কৌরবদের রক্ত
অধর্মের জয়গান গেয়ে ঘুমায় কুরুক্ষেত্র
দ্রৌপদীর ইন্ধন জুড়ে চাতুরির জমা ক্লেদ
যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব
জাতিস্মরের ইস্তেহারে এবার লজ্জা মোচন
এক মহাকাশ ঘৃণা বুকে নিয়ে .. ইতি দুর্যোধন
(23-12-2022, 12:33 PM)nextpage Wrote: স্যরি স্যরি স্যরি....
সত্যিই মিস করে গিয়েছিলাম অশনি সংকেত পর্ব টা।
পর্ব টা বাকি পর্বদের মত বৃহৎ না হলেও এর ইম্পেক্ট টা কিন্তু অনেক বেশি। শেষমেশ তুমি টগর কে মেরেই দিলে সেটা হয়তো হবার কথাই ছিল তাই বেশি একটা দুঃখ পাই নি।
তবে সন্দ্বীপের সুজাতা আর গোগোল কে জড়িয়ে নোংরা কথা গুলো মাথায় রক্ত উঠিয়ে দিয়েছিল, হিয়া না মারলেও আমার ইচ্ছে করছিলো কষে কয়েকটা চড় দিয়ে দাঁতে পাটি গুলো এদিক সেদিক করে দিই৷ ওর এই অধঃপতনের কারণ টা জানা বিশেষ দরকার, যে কিনা গোগোলের পাশে থাকার কথা দিয়েছিল আজ সে এতটা নিচে নামলো কি করে?
হিয়া সম্ভবত মেরেছে একটা থাপ্পর। তবে এটুকুই বলতে পারি আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই সঙ্গে থেকো


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)