20-12-2022, 10:10 AM
(19-12-2022, 08:10 PM)nextpage Wrote:
আলেয়া দোকান থেকে বেড়িয়ে একবার ঘড়িটা দেখেই পায়ের গতি বাড়ায় বাসস্ট্যান্ডের দিকে। মিনিট দশেকের মাঝেই বাসস্ট্যান্ডে পৌঁছে যায়, বাস টাও ছেড়ে দিবে কিন্তু আলেয়া উঠছে না। তার উৎসাহী চোখ জোড়া মানুষের ভিড়ে পরিচিত কোন মুখের খোঁজ করে যাচ্ছে। হঠাৎ করেই কেউ একজন তার পাশে এসে দাঁড়ালো,
আমার খোঁজ করছিলে নাকি?
কালই আপডেটের ব্যাপারের জানানোর কথা ছিল কিন্তু আর্জেন্টিনার ওমন ভয় ধরানো খেলা দেখার পর বাকি সব কাজ উচ্ছন্নে গিয়েছিল। তবে আর বেশি অপেক্ষা করাবো না নতুন আপডেট তৈরী। আগামীকাল রাতেই আসছে এই গল্পের নতুন পর্ব। সঙ্গেই থাকুন...