20-12-2022, 12:29 AM
(19-12-2022, 04:30 PM)Baban Wrote: প্রথমত অনেক ধন্যবাদ ♥️
কিন্তু ফিরে আসার কোনো প্রশ্নই ওঠেনা! আরে ছেড়ে গেলে তবে তো ফিরবো
আসলে এতদিনে অনেকগুলো বড়ো গল্প লিখেছি। মগজের যত দুস্টুমি, শয়তানি ঢেলে দিয়েছি ওগুলোয়। সাথে হয়তো গোপনে কিছু বলার চেষ্টাও করেছি তাদের মধ্যে দিয়ে। আমি হুটহাট করে শুরু করিনা কিছু। তাই আবারো যদি মনে হয় তেমন কিছু বলার আছে তখন লিখবো। ততদিন ছোট ছোট কিছু হয়তো লিখে যাবো। সেগুলোও পড়ে মতামত দিন। শুধুই উত্তেজক কেন? অন্য যাসব লিখেছি সেগুলোও পারলে পড়ুন।
বয়সের দোষ দাদা এখন উত্তেজক কাহিনী পড়াই শ্রেয় ভালো গল্প পড়ার অভ্যাস না হয় বয়স বাড়ার সাথে সাথে শিখে ফেলবো