19-12-2022, 09:12 AM
৯৮ সাল থেকে ফুটবল বিশ্বকাপ দেখছি। তার আগে খেলা বোঝার মতো জ্ঞান আমার হয়নি। সেই বিশ্বকাপে জিনেদিন জিদানের খেলা দেখে পাগল হয়ে গিয়েছিলাম। সেই থেকেই ফ্রান্সের সাপোর্টার আমি। তাছাড়া পরবর্তীকালে ফরাসি ভাষা নিয়ে পড়াশোনা করেছি এবং পশ্চিমবঙ্গের ফরাসডাঙ্গাতেই আমার বাস ছিলো .. তাই স্বভাবতই ফ্রান্সের সাপোর্টার আমি।
কিন্তু কালকের ম্যাচ শুরু হওয়ার আগে আমি মনে মনে চাইছিলাম যাতে জীবনের শেষ বিশ্বকাপ খেলা মেসির হাতেই কাপটা উঠুক .. উঠেওছে। মারাদোনা উপর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করেছে। তবে একটা কথা অবশ্যই বলবো .. এটা আমার দেখা এখনো পর্যন্ত শ্রেষ্ঠ বিশ্বকাপ ফাইনাল Vamos Argentina