17-12-2022, 05:27 PM
(17-12-2022, 03:42 PM)Bumba_1 Wrote: get together টা যখন আমার বাড়িতে হচ্ছে, আমি তো চাইবোই আমার এখানকার সব বন্ধুরা আসুক। কিন্তু এটা এরেঞ্জ করছে চন্দন আর রাজু দা .. তুমি kindly ওদের সঙ্গে একটু যোগাযোগ করে নিও, আমাকে ভুল বুঝোনা প্লিজ।
উনি দিল্লি নিবাসী .. হাজার ইচ্ছে থাকলেও আসতে পারবেন না।
হ্যাঁ , গত প্রায় আড়াই দশক ধরে বাংলা ছাড়া আমি।
যাদবপুর থেকে মেকানিক্যাল করেছিলাম কিন্তু কোনো জুতের মতো চাকরি কখনোই পাইনি নিজের রাজ্যে।
কলকাতায় বাড়ি সল্ট লেকে , শেষ গেছিলাম 2020 তে আমার জেঠিমার শ্রাধ্যে।
দিল্লিতে বারো বছর হয়ে গেলো , পিনুরাম আর দাদা অফ ইন্ডিয়া ওরাও এখানেই আছে। আমরা বেশ কয়েকবার বসে জল ইত্যাদি উপভোগও করেছি ...