17-12-2022, 03:52 PM
(17-12-2022, 02:53 PM)Somnaath Wrote: এই ফোরামে রেজিস্টার করার আগে বহুদিন গেস্ট ইউজার ছিলাম আমি। তখন অন্যান্য লেখকদের সঙ্গে তোমার গল্পও পড়েছি। যৌন বর্ণনার ক্ষেত্রে তোমার জুড়ি মেলা ভার - এ কথা অনেকবার বলেছি। কিন্তু আগে তোমার যেরকম লেখার স্টাইল ছিল, এখন তা সম্পূর্ণরূপে বদলে গেছে। অনেক অনেক অনেক বেশি উন্নত হয়েছে এ কথা অস্বীকার করে লাভ নেই। তবে বেশ কিছু জায়গায় পড়তে গেলে দুর্বোধ্য বলে মনে হয়, হতে পারে আমার মাথায় ঢোকে না, অন্য সবার মাথায় ঢোকে।
যাইহোক, এবার উপন্যাসের প্রসঙ্গে বলি - বর্তমানে যে ভাবে চলছে এই কাহিনী, এটি তে আর যৌনাত্মক উপন্যাসের তকমা লাগিয়ে দেওয়া যাবে না। আমার কাছে এটি হলো একটি পারিবারিক উপন্যাস যার সঙ্গে মিলেমিশে রয়েছে রহস্য-রোমাঞ্চ এবং প্রেম।
তুমি যথার্থ বলেছো বন্ধুবর .. বর্তমানে এটি আর যৌনাত্মক উপন্যাস নেই। যৌনতা থেকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র থেকে পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র থেকে সামাজিক পরিকাঠামো, এছাড়াও সম্পর্ক, প্রেম, ভায়োলেন্স .. সবকিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে। ভালো না খারাপ সেটা পাঠকবন্ধুরা সিদ্ধান্ত নেবে। আর সবশেষে বলি ভাষাজ্ঞান উন্নত করতে হবে, তাহলে আর বিশেষ বিশেষ জায়গায় দুর্বোধ্য বলে মনে হবে না আমার লেখা সঙ্গে থাকো এবং অবশ্যই পড়তে থাকো।
গত পৃষ্ঠায় একদম হাতে গরম নতুন পর্ব এসে গিয়েছে। যাদের পড়া হয়নি অবশ্যই পড়ে নিতে পারেন।