17-12-2022, 09:45 AM
(16-12-2022, 10:33 PM)Baban Wrote:হটাৎ করেই এসে দেখি কখন যেন বন্দুক থেকে গুড়ুম করে গুলি বেরিয়ে এসেছে। ঢিচকাও করে গিয়ে ঢুকে গেলো সোজা বুকের বাঁদিকে। দারুন লাগলো পর্বটি ছোটোর মধ্যে। আহা সুজাতা দেবীর নারীটি হয়তো পূর্ণতা পেতেই যাচ্ছিলো কিন্তু তার মাঝেই এমন বীভৎস ও দুঃখজনক একটা দুসংবাদ কালবৈশাখীর মতো এসে উপস্থিত হলো!
সন্দীপ বোকাচো..... না মানে সোনামুনির সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে ইচ্ছে করছে কিন্তু থাক সেসব। কচি বয়সের নুনু আজ বিরাট বড়ো হনু হয়ে নিজেকে কি ভাবছে ওই জানে। আর শেষে গোগোলের এন্ট্রিটাও ব্যাপক ছিল। কিন্তু সেটা যেন সেইভাবে উপভোগ করা হলোনা কারণ একজন নিষ্পাপ নির্দোষ মেয়ে আর কোনোদিন দেখা দেবেনা এই গল্পে।
ধন্যবাদ এইভাবে উৎসাহ দেওয়ার জন্য .. দেখা যাক কি হয় ভবিষ্যতে .. সঙ্গে থাকো এবং পড়তে থাকো।