16-12-2022, 11:51 PM
(16-12-2022, 11:33 PM)Boti babu Wrote: গল্পটা শুরুর থেকে পড়ে ছিলাম। কিন্তু কেন জানি শেষ পর্বের আর কমেন্ট করা হয়ে উঠে নি । কিন্তু লাইক রেপু ঠিকই দিয়েছিলাম। আচ্ছা বাবন দা আবার কবে নাগাদ আরেকটা অভিশপ্ত বাড়ি নিয়ে আসছেন। আপেক্ষায় আছি BOSS.
ইরোটিক হরর এর ওপর আমার একটা আকর্ষণ ও কমজোরি আছে অবশ্যই। আর সেখান থেকেই ওই গল্পের সৃষ্টি। শুধু ওটাই কেন? নিশির ডাক ও উপভোগ দুটোও সেই ভেবেই লেখা। কারণ ওই বিশেষ বিভাগে খুব একটা গল্প আমরা পাইনি। তাই অপেক্ষায় না থেকে নিজেই লিখে ফেলেছিলাম। কিন্তু এটাও ঠিক পরিপূর্ণ ভাবে প্রস্তুত না হয়ে আমি কিছু শুরু করিনা। কারণ যেটা আমি শুরু করি সেটা শেষও করেছি। মাঝপথে ফেলে রাখা আমার অসহ্য লাগে। তাই সেই সময় ইচ্ছে ও উপায় না থাকলে আমি শুরু করিনা কোনো গল্প। এখন আর বড়ো গল্প লেখা হয়ে উঠছেনা। তাইতো বিসর্জন লিখলাম ২ পর্বের।
আপনার যদি এই ধরণের গল্প পছন্দ হয় তবে উপভোগটা পড়ুন আমার। ভালো লাগবে।