16-12-2022, 10:03 PM
(16-12-2022, 09:43 PM)Sanjay Sen Wrote: আরে গুরু, এটা কি দিলে। হঠাৎ করে আপডেট উপহার পাওয়া তো একটা চমক বটেই, তার সঙ্গে যদি এইরকম একটা out and out thrilling আপডেট হয় , পরতে পরতে চমক মাইরি।
ডাক্তার দাশগুপ্তর প্রত্যাবর্তনে খুব ভালো লাগছে, এবার হয়তো সুজাতার একটা হিল্লে হলেও হতে পারে। কতদিন আর সন্ন্যাসিনী হয়ে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করবে বেচারি। এদিকে সন্দীপের কথাগুলো শুনতে শুনতে শরীরে একটা অদ্ভুত অস্বস্তি এবং জ্বলুনির সৃষ্টি হচ্ছিল। তবে শেষে কেন জানিনা মনে হলো ও যাই বলুক না কেন অথবা কামরাজ যতই ষড়যন্ত্র করুক না কেন, একটা মারকাটারি চমক আসতে চলেছে পরবর্তী আপডেটে।
তাও ভালো, আবারো এরকম একটা কঠিন, কঠোর (সেটা ভাষাগত দিক দিয়েই হোক অথবা কাহিনী বিন্যাসের দিক দিয়েই হোক) আপডেট দেখে আবার গালমন্দ করতে শুরু করে দাও নি, jokes apart
অনেক ধন্যবাদ এই পর্ব পছন্দ হওয়ার জন্য, সঙ্গে থাকো এবং পড়তে থাকো।