16-12-2022, 03:51 PM
অবজ্ঞার ফল
দোল পূর্ণিমার সকালে শান্তিনিকেতনের হস্টেলের আয়নার সামনে দাঁড়িয়ে সেজে চলেছে সুতপা। কম করে চারটে ব্লাউজ চেঞ্জ করেছে। কোন ব্লাউজই ঠিক মনে ধরছে না সুতপার মনে। ইস সবকটা সেকেলে টাইপের, আজ এমনভাবে সাজতে হবে যাতে রঞ্জন আর ওর দিকে তাকিয়ে চোখ না ফেরাতে পারে। অবশেষে একটা লাল ব্লাউজ পেয়ে গেল সুতপা। এই তো বেশ মানিয়েছে বুকের ক্লিভেজের সাথে সাথে স্তনের উপরদিকের কিছুটা স্ফিত অংশও ব্লাউজ থেকে বেরিয়ে আছে। শাড়িটা একটু সরে গেলেই রঞ্জন সেটা ঠিক দেখতে পাবে। অন্য দিনের থেকে এই হোলির দিনটা অনেকটাই আলাদা। এই দিনটায় ছেলেরাও যেমন রং মাখানোর আছিলায় একটু মেয়েদের বুকের স্পর্শ পেতে চায়, তেমনই মেয়েরাও লজ্জা দেখালেও, মুখে না না করলেও মনে মনে চায় তার মনের মানুষ জোর করে তাকে ধরে মুখে রং মাখিয়ে ভূত করে দিক, তারপর গলায় রং মাখাতে মাখাতে সকলকে আড়াল করে মুঠো ভর্তি আবীর নিয়ে তারও একটু নীচে ব্লাউজের মধ্যে হাতটা ঢুকিয়ে রঙ্গিন করে তুলুক তার উদ্ধত স্তন দুটো।
লাল ব্লাউজের সাথে লাল পাড়ের হলুদ শাড়ি, খোঁপায় পলাশ ফুলের মালা আর গলায় পলাশের মালা পরে, সাজতে সাজতে একটু দেরী হয়ে গেল, তাই তাড়াহুড়ো করে বেড়িয়ে পরল সুতপা। বিশ্বভারতীর মাঠ তখন মানুষের ভীরে ঠাসা। এইদিকে "খোল দ্বার খোল লাগল যে দোল" গানের সাথে নাচতে নাচতে ছাত্র ছাত্রীরা স্টেজের দিকে যতো এগিয়ে চলেছে ততোই বহিরাগত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি বেড়ে চলেছে। বহিরাগতদের মধ্যে কেউ কেউ আবীর খেলাও শুরু করে দিয়েছে। তাদের সংস্পর্শ এগিয়ে ওর বন্ধুদের দলটাকে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে অবশেষে খুঁজে পেয়ে হাঁপ ছাড়ল সুতপা।
ওরা সকলে একটু ফাঁকায় বসে গান শুনছে, কারোর মুখে তখনও একটুও অবীরের চিহ্ন নেই।
সুতপা তাকিয়ে দেখল রঞ্জনের দিকে, সাদা পায়জামা পাঞ্জাবীতে দারুণ দেখাচ্ছে রঞ্জনকে। হাত দুটো নিসফিস করতে লাগল রঞ্জনকে আবীরের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিশ্বভারতীর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সেখানকার ছাত্র ছাত্রীদের আবীর খেলার অনুমতি নেই, তাই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সুতপাকে অপেক্ষা করতেই হল।
অনুষ্ঠান শেষ হতে না হতেই সকলে একসাথে আবীর খেলায় মেতে উঠল। সুতপা হাতে লাল আবীর নিয়ে ধেয়ে গেল রঞ্জনের দিকে, পিছন থেকে জাপটে ধরে রঞ্জনের সারা মুখে মাথায় আবীরের লাল রঙে রাঙিয়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগল কখন রঞ্জন তাকে দ্বিগুণ উৎসাহে আবীরের রঙে রাঙিয়ে তুলবে। কিন্তু রঞ্জন সুতপার দিকে এগিয়ে না গিয়ে মাথা ঝাঁকিয়ে সুতপার মাখানো আবীরগুলো একটু ঝেড়ে নিয়ে ওর পুরুষ বন্ধুদের একে একে আবীর মাখিয়ে অবশেষে এগিয়ে এলো সুতপার দিকে। সুতপার কপালে আর গালে সামান্য একটু হলুদ আবীর ছুইয়ে দিয়েই আবার পুরুষ বন্ধুদের সাথে আবীর খেলায় মেতে উঠল।
সুতপা রাগে অভিমানে ফেটে পরল। প্রায় ৯ মাস প্রেমের পর যখন দুই বাড়ীতে জানিয়ে বিয়েটাও ওদের পাকা হয়ে গেছে তখন এই দোলের দিন এইভাবে রঞ্জন ওকে অবজ্ঞা করল। দূর ফিরে যাই হোস্টেলে, তারপর ভেবে দেখবো এই মাকাল ফলটাকে আদৌ বিয়ে করবো কি না। কিন্তু ভাবনার অবসান ঘটিয়ে পর মুহূর্তেই ওর বান্ধবীরা একে একে ওকে আবীরের রঙে রাঙ্গা করে তুলল। এইদিকে ওরা অনুষ্ঠান মঞ্চ ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। রঞ্জন মাদল বাজিয়ে গান শুরু করল আর তার সাথে সকলে নেচে চলল। তার সাথে চলল আবীর খেলা। এর মধ্যে আরও দুই একবার সুতপা রঞ্জনকে আবীর মাখিয়েছে, ওর পাশে গিয়েও বসেছে কিন্তু প্রতিবারেই গালে এক চুটকি লাল বা হলুদ আবীরের ছোঁয়ার বেশী কিছু রঞ্জনের কাছ থেকে আর কিছুই পায় নি।
দোল পূর্ণিমার সকালে শান্তিনিকেতনের হস্টেলের আয়নার সামনে দাঁড়িয়ে সেজে চলেছে সুতপা। কম করে চারটে ব্লাউজ চেঞ্জ করেছে। কোন ব্লাউজই ঠিক মনে ধরছে না সুতপার মনে। ইস সবকটা সেকেলে টাইপের, আজ এমনভাবে সাজতে হবে যাতে রঞ্জন আর ওর দিকে তাকিয়ে চোখ না ফেরাতে পারে। অবশেষে একটা লাল ব্লাউজ পেয়ে গেল সুতপা। এই তো বেশ মানিয়েছে বুকের ক্লিভেজের সাথে সাথে স্তনের উপরদিকের কিছুটা স্ফিত অংশও ব্লাউজ থেকে বেরিয়ে আছে। শাড়িটা একটু সরে গেলেই রঞ্জন সেটা ঠিক দেখতে পাবে। অন্য দিনের থেকে এই হোলির দিনটা অনেকটাই আলাদা। এই দিনটায় ছেলেরাও যেমন রং মাখানোর আছিলায় একটু মেয়েদের বুকের স্পর্শ পেতে চায়, তেমনই মেয়েরাও লজ্জা দেখালেও, মুখে না না করলেও মনে মনে চায় তার মনের মানুষ জোর করে তাকে ধরে মুখে রং মাখিয়ে ভূত করে দিক, তারপর গলায় রং মাখাতে মাখাতে সকলকে আড়াল করে মুঠো ভর্তি আবীর নিয়ে তারও একটু নীচে ব্লাউজের মধ্যে হাতটা ঢুকিয়ে রঙ্গিন করে তুলুক তার উদ্ধত স্তন দুটো।
লাল ব্লাউজের সাথে লাল পাড়ের হলুদ শাড়ি, খোঁপায় পলাশ ফুলের মালা আর গলায় পলাশের মালা পরে, সাজতে সাজতে একটু দেরী হয়ে গেল, তাই তাড়াহুড়ো করে বেড়িয়ে পরল সুতপা। বিশ্বভারতীর মাঠ তখন মানুষের ভীরে ঠাসা। এইদিকে "খোল দ্বার খোল লাগল যে দোল" গানের সাথে নাচতে নাচতে ছাত্র ছাত্রীরা স্টেজের দিকে যতো এগিয়ে চলেছে ততোই বহিরাগত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি বেড়ে চলেছে। বহিরাগতদের মধ্যে কেউ কেউ আবীর খেলাও শুরু করে দিয়েছে। তাদের সংস্পর্শ এগিয়ে ওর বন্ধুদের দলটাকে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে অবশেষে খুঁজে পেয়ে হাঁপ ছাড়ল সুতপা।
ওরা সকলে একটু ফাঁকায় বসে গান শুনছে, কারোর মুখে তখনও একটুও অবীরের চিহ্ন নেই।
সুতপা তাকিয়ে দেখল রঞ্জনের দিকে, সাদা পায়জামা পাঞ্জাবীতে দারুণ দেখাচ্ছে রঞ্জনকে। হাত দুটো নিসফিস করতে লাগল রঞ্জনকে আবীরের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিশ্বভারতীর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সেখানকার ছাত্র ছাত্রীদের আবীর খেলার অনুমতি নেই, তাই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সুতপাকে অপেক্ষা করতেই হল।
অনুষ্ঠান শেষ হতে না হতেই সকলে একসাথে আবীর খেলায় মেতে উঠল। সুতপা হাতে লাল আবীর নিয়ে ধেয়ে গেল রঞ্জনের দিকে, পিছন থেকে জাপটে ধরে রঞ্জনের সারা মুখে মাথায় আবীরের লাল রঙে রাঙিয়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগল কখন রঞ্জন তাকে দ্বিগুণ উৎসাহে আবীরের রঙে রাঙিয়ে তুলবে। কিন্তু রঞ্জন সুতপার দিকে এগিয়ে না গিয়ে মাথা ঝাঁকিয়ে সুতপার মাখানো আবীরগুলো একটু ঝেড়ে নিয়ে ওর পুরুষ বন্ধুদের একে একে আবীর মাখিয়ে অবশেষে এগিয়ে এলো সুতপার দিকে। সুতপার কপালে আর গালে সামান্য একটু হলুদ আবীর ছুইয়ে দিয়েই আবার পুরুষ বন্ধুদের সাথে আবীর খেলায় মেতে উঠল।
সুতপা রাগে অভিমানে ফেটে পরল। প্রায় ৯ মাস প্রেমের পর যখন দুই বাড়ীতে জানিয়ে বিয়েটাও ওদের পাকা হয়ে গেছে তখন এই দোলের দিন এইভাবে রঞ্জন ওকে অবজ্ঞা করল। দূর ফিরে যাই হোস্টেলে, তারপর ভেবে দেখবো এই মাকাল ফলটাকে আদৌ বিয়ে করবো কি না। কিন্তু ভাবনার অবসান ঘটিয়ে পর মুহূর্তেই ওর বান্ধবীরা একে একে ওকে আবীরের রঙে রাঙ্গা করে তুলল। এইদিকে ওরা অনুষ্ঠান মঞ্চ ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। রঞ্জন মাদল বাজিয়ে গান শুরু করল আর তার সাথে সকলে নেচে চলল। তার সাথে চলল আবীর খেলা। এর মধ্যে আরও দুই একবার সুতপা রঞ্জনকে আবীর মাখিয়েছে, ওর পাশে গিয়েও বসেছে কিন্তু প্রতিবারেই গালে এক চুটকি লাল বা হলুদ আবীরের ছোঁয়ার বেশী কিছু রঞ্জনের কাছ থেকে আর কিছুই পায় নি।