16-12-2022, 11:52 AM
(14-12-2022, 01:33 PM)Baban Wrote: খুঁত ধরা সেই সৃষ্টিকর্তাকে আরও সতর্ক ও পারফেক্ট যেমন করে তোলে, তেমনি অনেক সময় যে ধরছে তাকেও অনেক সময় নিজের কাছেই অহংকারী করে তোলে। যেটা সে হয়তো নিজেও বুঝতে পারেনা। আমি সেই মাসি হতে চাইবোনা যে খুঁত ধরার নামে নিজের সন্তানের গৌরব প্রচার করিয়া বেড়ায়। কোথাও কিছু মনে হলে নিশ্চই বলবো।
তাই সেই গোপাল বাবুর প্রিয় মাসি হয়েই আজ বলছি একটা কথা। তুমি যেথায় এসে লেখক হিসাবে নিজ নাম নথিভুক্ত করিয়েছো সেথায় বড্ড দুস্টু ছাত্র ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করে। তাদের যোগ্য জ্ঞান ও শিক্ষা দেওয়া যেমন তোমার কর্তব্য তেমনি তোমার আরেকটি কাজ হইলো সঠিক উপায়ে তাদের মনোরঞ্জন করা। নইলে শুধুই ক্লাসের ফাস্ট বেঞ্চের শিক্ষার্থীরা তোমার পড়ায় মনোযোগ দেবে কিন্তু বাকিরা গল্প করে দিন পার করিবে।
বাঘের গুহায় আসিয়া হরিণ সোনার জীবন সম্পর্কে তাকে জ্ঞান দেওয়ায় কোনো ভুল নেই কিন্তু ভুললে চলিবেনা যে তাকেও বেঁচে থাকতে শিকার করতে হয়। রিপুকে তেমনি উপেক্ষা করা যায়না ভায়া। তাই বলছি এমন অসাধারণ সৃষ্টির পাশাপাশি ওই দুস্টু ছাত্র ছাত্রীদের জন্যেও একটু ভেবো। নইলে গোপাল বালক হইয়া থাকিয়া যাইবে। তাতে মোটেও দোষ নেই। কিন্তু ঐযে...... যে দায়িত্ব পালনকর্তা হিসেবে এসেছো তা অসমাপ্ত হইয়া থাকিয়া যাইবে।
হে মিত্র জন্মাবধি তোমার এই অধম বন্ধু কেবল দায়িত্ত্ব ও কর্ত্তব্য পালন করিয়া যাইতেছে! এ স্থলেও বুঝি করিতে হইবে! বিষম বিপদে ফেলিলে দেখিতেছি।