15-12-2022, 12:24 PM
(14-12-2022, 10:17 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:সম্মানীয় লেখক, একটি প্রস্তাব রাখিব। আপনি সংলাপ কথ্য ভাষায় দিন ও বিবরণ সাধু। এই রচনায় মহা গোল হইয়া যাইতেছে দেখিতেছি। যাহাকে গুরুচন্ডালী বলে। একবার কথ্য ও একবার সাধু ভাষার যোগে সংলাপ গুলাইয়া যাইতেছে।উত্তরণ সিরিজ
বিজয়ের বিসিএস জয়© মহাবীর্য্য দেবশর্ম্মা
১৪ই অগ্রহায়ণ, মঙ্গলবার
দ্বিতীয়াংশ
সাইকেলটা নিয়ে ঝটপট বাড়ী হইতে বাহির হইয়া পাড়ার মোড়ে পৌঁছিয়া গিয়াছি এমন সময়, "আরে সূর্য্য যে আজ পশ্চিমে উঠিয়াছে জানিতাম না তো! এত সকাল সকাল নবাব সাহেব ঘুম থেকে উঠে সাইকেলে হাওয়া খাইতে বাহির হইয়াছেন বুঝি!"