15-12-2022, 11:43 AM
(15-12-2022, 11:42 AM)Sanjay Sen Wrote: রবিবার দিন এসো এখানে। একটা প্রোগ্রাম করা যাক, চলো। একসঙ্গে খাওয়া দাওয়া হবে আবার খেলা দেখাও হবে, গল্পগুজব হবে।
হ্যাঁ, একটা প্রোগ্রাম হওয়ার কথা চলছে আমাদের মধ্যেও। মানে বিল্টু দা, বাপ্পা দা .. এরা সব বলছিলো। কিন্তু বাড়ি থেকে কি বলে আসবো .. সেটাই ভাবছি। কাল তো এসেছিলাম অফিসের কাজ আছে বলে। তাছাড়া বাড়িতে জানে এই বাড়িতে আমার কেবিল কানেকশন নেই। কারণ এটা ওরা ভালো করেই জানে কেবিল কানেকশন থাকলে আমি রাত জেগে খেলা দেখবোই। দেখা যাক, যদি ম্যানেজ করতে পারি তাহলে আসবো আর তোমাকেও ডেকে নেবো।