14-12-2022, 09:48 PM
মেয়েটি যদি অভিমানে তার সাথে কথা না বলে, বুঝে নিবে মেয়েটি তাকে অন্তরে অন্তরে মিস করে.. আর মেয়েটি যদি অশ্রুবর্ষণ করে, তাহলে বুঝে নিতে হবে সে তাকে ভীষণ ভালবাসে। যে ভালবাসা বোঝেনা নিঃস্বার্থ .. দাঁড়িপাল্লায় যার ওজন হয় না। সবশেষে বলি ..
খুব ভালো একটি পর্ব উপহার পেলাম আমরা জয় হোক তোমার।
আজ ছন্দ মহলে মিলছে দুটি মনে,
মনে মনে বলবে ওরা কথা সঙ্গোপনে..
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
আর তার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।
খুব ভালো একটি পর্ব উপহার পেলাম আমরা জয় হোক তোমার।