14-12-2022, 12:19 PM
(10-12-2022, 06:20 PM)Bumba_1 Wrote: এই ফোরামে এর আগে অনেকগুলি নন-ইরোটিক অথবা সম্পূর্ণরূপে প্রেমের (যৌনতা ছাড়া) উপন্যাস, গল্প বা অনুগল্প লেখা হয়েছে .. তার মধ্যে আমিও বেশ কিছু লিখেছি। কোনো কোনো লেখকের গল্প নিজেদের মতো করে সফলতা পেয়েছে আবার হয়তো কোনো গল্প মুখ থুবড়ে পড়েছে। morning shows the day .. তাই প্রথম পর্ব পড়ে আপনার লেখা এই উপন্যাস যে অনেক দূর যাবে এ কথা বলা যায়।
এবার আসি এই পর্বের প্রসঙ্গে .. খুব ছোট হলেও পর্বটা বেশ উপভোগ্য। 'সাধু ভাষায়' লিখতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন এবং ওটাই আপনার ইউএসপি সেটা এতদিনে বুঝে গিয়েছি। কিন্তু এই উপন্যাসের প্রথম পর্ব পড়ে কেন জানিনা আমার মনে হলো, এটি বোধহয় 'চলিত ভাষায়' লিখলেই অতিমাত্রায় দৃষ্টি আকর্ষণ করতো পাঠকদের।
ধন্যবাদ মহাশয়, চেষ্টা করিব ভাষাখানি প্রাঞ্জল রাখিতে। চলিত ভাষায় লেখা তেমন সমস্যার নহে সমস্যা হইল মহাবীর্য্যের কলম যবে ইস্তক ধরিয়াছি তবে হইতে চলিত তুলিতে সরিতে চাহে না। তথাপি আপনার উপদেশ স্মরণে রাখিব। পরবর্ত্তী পর্ব্ব গুলিতে পদধূলি দিয়া যাইবেন এই আশা রাখিতে পারি নিশ্চয়ই।