13-12-2022, 10:28 PM
কিরে মিথ্যে বলার জন্য এতো ভাবতে হচ্ছে? থাক মিথ্যে বলতে হবে না, মন চাইলে ছুটির পর না হয় ইচ্ছে মত মারিস তবুও আমার সাথে ওমন করে কথা না বলে থাকিস না। তুই ইগ্নোর করলে আমি সহ্য করতে পারি না। তুই চাইলে ওমন একটা না দশটা গফ জোগাড় করে দেব তোর জন্য খুশি তো?
আজ আর্জেন্টিনার খেলা সেটার জন্য অন্য কাজে মন বসানো বড়ই কষ্টসাধ্য। তবুও কিছু লিখার যেহেতু চেষ্টা করছি তবে সেটারও তো খেয়াল রাখতে হয়। তাই পরবর্তী আপডেট তৈরী করে নিলাম। আগামীকাল রাতেই আসতে চলেছে গল্পের নতুন পর্ব। সঙ্গেই থাকুন...