13-12-2022, 04:19 PM
(13-12-2022, 02:54 PM)Somnaath Wrote: আমি কোনরকম অভিযোগ বা অনুযোগ করবো না, কারণ আমি একটি বিশেষ অংশ পড়ে আশার আলো দেখতে পেয়েছি। একটা কথা অবশ্যই বলবো তোমার হাতে জাদু আছে। প্রেমের হোক বা নিরাশার, প্রতিশোধের হোক বা যৌনতার - এরকম বর্ণনা আর কেউ করতে পারে না। tussi great ho বুম্বা
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ তবে তোমার কথার পরিপ্রেক্ষিতে কিচ্ছুটি বলবো না শুধু এইটুকুই বলবো পরের পর্বের জন্য ধৈর্য রাখো।
(13-12-2022, 02:57 PM)Somnaath Wrote:
এই বক্তব্যের প্রকৃত অর্থ কি এটাই যে আমি প্রেমের উপন্যাস লিখবো না কিন্তু, যারা রোমান্টিক উপন্যাস লেখে বা লিখেছে তাদের সবার বাপ আমি।
দেখো এটা তো তোমার ভার্সন আমার নয়। আমি তো শুধু একটা সাজেশন দিয়েছি, সাহায্য করতে চেয়েছি নতুনদের।