13-12-2022, 03:53 PM
(13-12-2022, 10:39 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: কল্য মধ্যরাত্রি অবধি তোমার উপভোগ পড়িয়া শেষ করিলাম। নিঃসন্দেহে, অনন্য থ্রিলার, প্রারম্ভ হইতে শেষাবধি পাঠককে ধরিয়া রাখিতে সমর্থ হইয়াছে ইহাই এই কাহিনীর বাস্তব সার্থকতা বলিয়া বিবেচিত হইয়াছে। আসুরিক ও পাশবিক যৌনক্রীড়ার বর্ণনা চমকপ্রদ। যদিও সমগ্র কাহিনীতেই বিস্তর ফাঁক ফোঁকর ও ত্রুটি রহিয়াছে। কিন্তু, সেইসব ত্রুটির উল্লেখ আজ আর করার কোন প্রয়োজনীয়তা নাই। কিন্তু, নব্য পাঠকদিগে এইটুকু বার্ত্তা দিব, সময় করিয়া ইহা পাঠ করিতে পার, ঠকিবে না। বরঞ্চ এক দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী পাঠ করিবার আনন্দ পাইবে।
অনেক ধন্যবাদ নিজের গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য ♥️
তোমার ভালো লেগেছে জেনে ভালো লাগলো