13-12-2022, 02:57 PM
(13-12-2022, 09:20 AM)Bumba_1 Wrote: আর প্রেমের উপন্যাস লেখা নিয়ে এইটুকু বলতে পারি .. আমি হয়তো ভবিষ্যতে নিখাদ প্রেমের উপন্যাস লিখবো না। তবে যারা এই ফোরামে নতুন করে প্রেমের উপন্যাস লেখা শুরু করেছে বা লেখার কথা ভাবছে তাদের জন্য একটা সাজেশন আছে। এই উপন্যাসের কয়েকটি পর্বে যে প্রেমের সিকোয়েন্সগুলি তুলে ধরেছি এবং চরিত্রগুলির কল্পনা ও পারস্পরিক কথোপকথনের বর্ণনা প্রদান করেছি .. সেগুলো যদি ঠিকঠাক অনুসরণ (অনুকরণ নয়) করতে পারে, তাহলে তারা অবশ্যই সফল হবে।
এই বক্তব্যের প্রকৃত অর্থ কি এটাই যে আমি প্রেমের উপন্যাস লিখবো না কিন্তু, যারা রোমান্টিক উপন্যাস লেখে বা লিখেছে তাদের সবার বাপ আমি।