13-12-2022, 11:32 AM
রসতীর্থ মহাশয়,
আপনাদের সকলের ভালবাসা পাহিয়াছি এই দীনের তাহাই পরম সৌভাগ্য। যেইরূপ, দিবাকরের তীব্র জ্যোতি সম্মুখে সকল আঁধার দূর হইয়া যায় সেইরূপ আপনাদিগের ন্যয় মহা সূর্য্যের উত্তর পাইলে আমা ন্যয় তুচ্ছ পাঠকের হৃদিতেও ফল্গুধারা বহিয়া যায়।
এই অধম, যে কয়টি অপাঠ্যবস্তু নির্ম্মাণ করিয়াছে উহা না পড়িলেও চলিবে। তবুও, যদি কখনও সংসার জগৎ হইতে কিঞ্চিৎ সময় বাহির করিয়া পাঠ করেন তো বাধিত হইব। বিশেষ করিয়া ক্ষুদ্র গল্প, 'রাজনন্দিনীর সলিল সমাধি' (ঠিকানাঃ মহাবীর্য্য ভাণ্ডার)।
আমার এই বিশ্বে আসিবার কালেই আপনার ঝাঁঝের উপন্যাসের প্রারম্ভ ঘটিয়াছিল এবং তৎকাল হইতেই আমি ইহা পাঠ করিতেছি এবং ইহা বলিবার আবশ্যিকতা নাই যে, আপনার লেখনীর আমি এক পরম ভক্ত হইয়াছি। আদিম রিপু বিষয়ে লোকে বিস্তর কাহিনী লেখে, কিন্তু আদিরসের সহিত হাস্যরসের সমাবেশ করা অত্যন্ত শক্তিশালী প্রতিভার অধিকারী লেখকের পক্ষেই সম্ভব আপনি সেই অসাধ্য সাধন নিরন্তর করিতেছেন তাহা নিমিত্ত আপনাকে এই গুণমুগ্ধ পাঠকের সহস্র প্রণাম।
আপনার অণু-পানু সূত্রটী অবশ্যই পাঠ করিব। রসতীর্থে আসিয়া রস লহিব না এমন তো হইতে পারে না তবে বিলম্ব হইতে পারে যেহেতু সময়ের বিস্তর অভাব। আশা করি সেই বিলম্ব আপনি মার্জ্জনা করিবেন আপন গুণে।
এই অল্প স্বল্প ঝাঁঝের গল্পের পরবর্ত্তী পর্ব্বের অপেক্ষায় রইলাম।
আপনাদের সকলের ভালবাসা পাহিয়াছি এই দীনের তাহাই পরম সৌভাগ্য। যেইরূপ, দিবাকরের তীব্র জ্যোতি সম্মুখে সকল আঁধার দূর হইয়া যায় সেইরূপ আপনাদিগের ন্যয় মহা সূর্য্যের উত্তর পাইলে আমা ন্যয় তুচ্ছ পাঠকের হৃদিতেও ফল্গুধারা বহিয়া যায়।
এই অধম, যে কয়টি অপাঠ্যবস্তু নির্ম্মাণ করিয়াছে উহা না পড়িলেও চলিবে। তবুও, যদি কখনও সংসার জগৎ হইতে কিঞ্চিৎ সময় বাহির করিয়া পাঠ করেন তো বাধিত হইব। বিশেষ করিয়া ক্ষুদ্র গল্প, 'রাজনন্দিনীর সলিল সমাধি' (ঠিকানাঃ মহাবীর্য্য ভাণ্ডার)।
আমার এই বিশ্বে আসিবার কালেই আপনার ঝাঁঝের উপন্যাসের প্রারম্ভ ঘটিয়াছিল এবং তৎকাল হইতেই আমি ইহা পাঠ করিতেছি এবং ইহা বলিবার আবশ্যিকতা নাই যে, আপনার লেখনীর আমি এক পরম ভক্ত হইয়াছি। আদিম রিপু বিষয়ে লোকে বিস্তর কাহিনী লেখে, কিন্তু আদিরসের সহিত হাস্যরসের সমাবেশ করা অত্যন্ত শক্তিশালী প্রতিভার অধিকারী লেখকের পক্ষেই সম্ভব আপনি সেই অসাধ্য সাধন নিরন্তর করিতেছেন তাহা নিমিত্ত আপনাকে এই গুণমুগ্ধ পাঠকের সহস্র প্রণাম।
আপনার অণু-পানু সূত্রটী অবশ্যই পাঠ করিব। রসতীর্থে আসিয়া রস লহিব না এমন তো হইতে পারে না তবে বিলম্ব হইতে পারে যেহেতু সময়ের বিস্তর অভাব। আশা করি সেই বিলম্ব আপনি মার্জ্জনা করিবেন আপন গুণে।
এই অল্প স্বল্প ঝাঁঝের গল্পের পরবর্ত্তী পর্ব্বের অপেক্ষায় রইলাম।