13-12-2022, 10:06 AM
কর্মফল -- কার কর্মফল? কিসের কর্মফল? কি পাপ করেছিল টগর? কি পাপ করেছিল আমাদের গোগোল? কি পাপ করেছিল সুজাতা? যে ওদের এত বড় সর্বনাশের পথে ঠেলে দিলে তুমি? এতদিন সবকিছু মেনে নিয়েছি, কারণ পুরোটাই বাস্তবসম্মত বলে মনে হয়েছিল আমার কাছে। কিন্তু আজ এই মৃত্যুটা কিছুতেই মানতে পারলাম না ভাই বুম্বা। আর কতদিন নরকের কীটগুলোর হাতে অসহায় নিরপরাধ ব্যক্তিদের এইভাবে প্রাণ যাবে বলতে পারো? নিজের অসাধারণ লেখনী দিয়ে পাঠকদের মনে যখনই একটি চরিত্রের প্রতি ভালোবাসা সৃষ্টি করো তার পরমুহূর্তেই তাকে কেড়ে নাও। এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারো?