13-12-2022, 09:20 AM
(This post was last modified: 13-12-2022, 11:03 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-12-2022, 01:31 AM)nextpage Wrote: আজকের পর্ব টা যেমন দু ধাপে দিলে তেমনি গল্পটাও দুটো ভাগে বিভক্ত।এক অংশ জুড়ে শুধুই নিখাদ ভালোবাসা।
তুমি চাইলে কিন্তু একখানা প্রেমের উপন্যাস লিখতে পারো। যেখানে দেহ নয় মনের দেয়া নেয়া হবে। প্রেম হবে ভালোবাসা হবে, মান অভিমান থাকবে, হারানোর ভয়, প্রাপ্তির উল্লাস থাকবে।
রনিতার মত একটা ডেঞ্জারাস প্রেমিকা থাকা কিন্তু খারাপ না অনেকাংশেই লাভও আছে, যদিও আমার মতে প্রতিটা প্রেমিকের কাছেই তার ভালবাসার প্রিয়তমা যথেষ্ট ডেঞ্জারাস। রনিতার চলে যাওয়ার সময় ও চোখের যে ভাষার বর্ণনা করলে তাতে তো এখনো ওর বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। কিছু একটা ঘাপলা আছে।
টিজারে আন্দাজ করেছিলাম আজ তো জেনেই গেলাম টগরের আসন্ন বিপদ সম্পর্কে, তুমি দাদা বড্ড খারাপ একটা মানুষ। মৃত্যু শয্যাশায়ী রোগী যেমন মৃত্যুর আগে খানিকটা সুস্থ হয়ে উঠার লক্ষ্মণ প্রকাশ করে তুমিও তেমনি চরিত্রের সায়াহ্ন কাল আসার আগে তাকে পাঠকের কাছে বেশি করে মহিমান্বিত করো তার পর টুস করে নিজের কাজটা সেরে ফেলো, এটা ভারি অন্যায় দাদা।
তবে কেন জানি মনে হচ্ছে কোথাও একটা আশার ঝিলিক দেখছি, কি জানি অবুঝ মন হয় তো স্বপ্ন বুনার চেষ্টা করছে বাকিটা তো তোমারই হাতে।
তুমি যে কথাগুলো বললে তার যদি একটারও উত্তর দিই তাহলেই রহস্য রোমাঞ্চের পুরো ব্যাপারটাই আর থাকবে না। তাই চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করছি। এই ক'দিন যত পারো আমার উপর রাগ করে নাও, অভিমান করে নাও, মনে মনে গালমন্দ করো। সবশেষে এটুকুই বলবো .. একটু ধৈর্য রাখো পরের পর্বের জন্য।
আর প্রেমের উপন্যাস লেখা নিয়ে এইটুকু বলতে পারি .. আমি হয়তো ভবিষ্যতে নিখাদ প্রেমের উপন্যাস লিখবো না। তবে যারা এই ফোরামে নতুন করে প্রেমের উপন্যাস লেখা শুরু করেছে বা লেখার কথা ভাবছে তাদের জন্য একটা সাজেশন আছে। এই উপন্যাসের কয়েকটি পর্বে যে প্রেমের সিকোয়েন্সগুলি তুলে ধরেছি এবং চরিত্রগুলির কল্পনা ও পারস্পরিক কথোপকথনের বর্ণনা প্রদান করেছি .. সেগুলো যদি ঠিকঠাক অনুসরণ (অনুকরণ নয়) করতে পারে, তাহলে তারা অবশ্যই সফল হবে।