
(11-12-2022, 02:22 PM)nextpage Wrote: সকল অত্যাচারীই স্বৈরাচারী কিন্তু সকল স্বৈরাচারী অত্যাচারী নয়।
দারুন একটা মাইন্ড গেমের সাক্ষী হলাম, অপার সাথে অপরাজিতার।
কাউকে জিততে হলে কাউকে তো হারতেই হয় সেখানে যদি হার জিতের খেলাটা নিজের সাথে হয় তবে সেটার ফলাফল নিজের পক্ষে আনা বড্ড জটিল।
নিজের রিপুর তাড়িত মনের কোনে যে কল্পনা জেগে উঠেছিল সেটা ছুঁয়ে দেখার বাসনা খানিকটা তৃপ্তি দিলেও বাস্তবতা যতই তিক্ত হোক সেটাই ভবিতব্যের মধুর সন্ধান হয়তো দিতে পারে৷ সবাই হয় তো সন্ধান পায় না তবে খুঁজ করতে দোষ কি।
অপার জিতে যাওয়ার চেয়ে অপরাজিতার বিজয় বেশি সুখের।
বাহ্!! দারুন বললে তো! গল্পটার মূল বিষয়টা এতো ছোটর মধ্যেই স্পষ্ট করে ফুটিয়ে তুল্লে। পাঠকের থেকে এমন মানের মতামত পেলে যেন মনে হয় সত্যিই কিছু একটা লিখতে পেরেছিলাম তাহলে 

(11-12-2022, 09:50 PM)ddey333 Wrote: এই ভদ্রলোক বাবানকে প্রথম কমেন্ট করেছিলাম প্রায় বছর তিন আগে , খুব একটা ভালো ছিলোনা সেটা .... কি লিখেছিলাম তা আর বলতে চাই না।
কিন্তু আজকের এই পরিণত বাবান সম্পূর্ণ অন্য জিনিস আর ওকে মনে থাকবে এই গল্প গুলোর জন্য , চোখের সামনে দেখেছি কিভাবে একজন নিজেকে ধীরে ধীরে একজন পরিণত অসামান্য লেখকের পর্যায়ে তুলে নিয়ে এসেছে !!
clp);![]()
![]()
হ্যা আমারও মনে আছে 

তখন আমার শুরুর দিন। এসেছিলাম তাল মিলিয়ে কিছু দুস্টু গল্প লিখবো বলে। লিখেওছি। তার অনেকেরই পছন্দ হয়েছে। যদিও কারো কারো তখন সেসব পছন্দ হয়নি আর তুমি নিজের মনের কথা তখন স্পষ্ট ভাবে জানিয়েওছিলে। তারপরে ধীরে ধীরে লেখায় পরিবর্তন নিয়ে আসি। আসলে তখন আমি ভেবেছিলাম এখানে সঙ্গমমুহুর্তটাই সবচেয়ে আকর্ষণ করে সকলকে কিন্তু পরে নিজে উপলব্ধি করি ওটাই সব নয়, আসল বিষয় হলো চরিত্র। সেই থেকে আমি আমার সৃষ্ট চরিত্রদের নিয়ে ও তাদের পারিপার্শিক সামাজিক ও মানসিক অবস্থান নিয়ে খেলতে শুরু করি। বিশেষ করে মানুসিক। কারণ ব্রেন ব্যাপারটা বড্ড গোলমেলে। আর আমার গল্পে ওই বিশেষ ব্যাপারটার উপস্থিতি তোমরা সবাই খুঁজে পাবে। তার পরে সঙ্গম।
সেখান থেকেও বেরিয়েছ গিয়ে একটু অন্য কিছু সৃষ্টির চেষ্টা। নাই বা হলো বড়োদের জন্য। সেখানেও যে ভাবে তোমাদের সকলের ভালোবাসা পেলাম তাতে সাহস পেয়ে ওই নতুন বাবানকে জন্ম দিলাম। যে কিছু মনের কথাও লিখতে চায়। এভাবেই একটু একটু করে তোমাদের মাঝে পরিচিতি পেয়েছি। আজ অনেক পাঠকই চেনে বাবান বলে একজনও এখানে গল্প লেখে। 
