11-12-2022, 11:17 PM
(11-12-2022, 06:55 PM)Monen2000 Wrote:ট্রেলার
"দাদা, আমাকে বাঁচা দাদা আমি তোর ভাই.." বলতে বলতে যুবকটি প্রায় খাদের উপরে উঠে এসেছে কিন্তু একদম উপরের ধারে হাত রাখতেই উপরে থাকা দুজন নীচের যুবকটির দুটো হাত পা দিয়ে মাড়িয়ে ধরলো, নীচের যুবকটি ব্যাথায় একটা আর্তনাদ করে ওঠে।কিন্তু ক্রমাগত লাথিতে আর পারে না, তাছাড়া তার দুটো হাত উপরের দুজনে মাড়িয়ে রেখেছে সে আর থাকতে পারে না ধরে থাকতে, "দাদাআআআআ" একটা চিৎকার করে সে নীচে পড়ে যায়, একজন হতভাগ্য যুবকের শেষ আর্তনাদ আশেপাশের কুয়াশা আবৃত অন্ধকারে মিলিয়ে যায়।খুব শীঘ্রই আসছে নতুন গল্প "ধূসর পৃথিবী"-র প্রথম পর্ব।
দারুন শুরু লাইক করেছি রেপু শেষ তাই রেপু পড়ে দিয়ে দেব।
(11-12-2022, 07:03 PM)ambrox33 Wrote: কি লাভ শুরু করে শেষ তো করেন না
তর্কের খাতিরে ধরে নিলাম মনেন নিজের গল্প শেষ করে না তাতে আপনার কি মহাশয় লেখক লিখবে কি লিখবে না এটা একান্ত তার ইচ্ছা যদি কাউকে উত্সাহ দিতে না পারেন তাহলে কাঠিও করবেন না । এই ফোরামে কাঠি করা লোকের অভাব নেই কিন্তু উত্সাহ দেওয়ার লোক এই ফোরামে খুব কম । আমার কথায় খারাপ পাবেন না ।

